ব্রেকিং খবরঃ জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার অভিযানে নিকেশ দুই জঙ্গি, গ্রেফতার এক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) পুঞ্ছে (Punch) সেনার অভিযানে দুই জঙ্গি নিকেশ হয়েছে। এছাড়াও জঙ্গিদের এক সহযোগীকে গ্রেফতার করেছে সেনা। সেনা সংযুক্ত দল এই অভিযান সম্পন্ন করেছে। জানিয়ে দিই, মুঘল রোডের ডুগরান এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। এরপর সেনার তরফ থেকে সংযুক্ত অভিযান চালানো হয়। জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে সেনাকে নিশানা করা শুরু করে দেয়। এরপর জওয়ানরাও মোক্ষম জবাব দেয়।

আইজিপি জম্মু জোন জানায় যে, এলইটি-এর দুই পাকিস্তানি (Pakistan) জঙ্গি পুঞ্ছে নিকেশ করা হয়েছে। তাদের সাজিদ আর বিলাল রুপে সনাক্ত করা হয়েছে। জঙ্গিদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, একটি UZBL আর একটি স্যাটফোন উদ্ধার হয়েছে।

জম্মু কাশ্মীরের পুলিশ অনুযায়ী, জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এরপরেও তাঁরা সেনাকে নিশানা বানায়। এরপর সেনা মোর্চা সামলায় আর দুই পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করে। তাদের এক স্থানীয় সহযোগীকে গ্রেফতার করেছে সেনা।

X