ক্যাপ্টেনকে মারধর, বিমানসেবিকারর সঙ্গে অসভ্যতা! এবার পাটনাগামী বিমানে তাণ্ডব মাতালদের

বাংলাহান্ট ডেস্ক : ইন্ডিগো ফ্লাইটে (Indigo) দিল্লী (Delhi) থেকে পাটনা (Patna) আসা তিন যুবক বিমানের মধ্যেই অশান্তির সৃষ্টি করেন। প্রথমে তাঁরা যাত্রীদের সঙ্গে ঝগড়া করতে শুরু করেন এরপর যখন বিমানসেবিকারা (Airhostess) বাধা দিতে যান, তখন তাঁদের সাথেও খারাপ ব্যবহার করেন। এরপরেও বিষয়টি সমাধান না হলে প্লেনের অন্যান্যকর্মীরা হস্তক্ষেপ করেন। কিন্তু মদ্যপ অবস্থায় থাকার কারণে তাদেরকেও মারধর করেন।এই ঘটনাটি ঘটে ইন্ডিগো ফ্লাইট 6E-6383 এ।

সূত্রের খবর, অসভ্যতামি করার সময় রোহিত কুমার, নীতিশ কুমার, পিন্টু কুমার নামের ওই তিন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ ভাবে ঘনিষ্ঠ বলেও পরিচয় দিচ্ছিলেন। রোহিত কুমার ও নীতিশ কুমারকে ইতিমধ্যেই পাটনা বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে (CISF) বন্দী করে বিমানবন্দর সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে পাঠানো হয়। তবে পিন্টু কুমার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে পালিয়ে যান।

এয়ারপোর্ট এর সিআইএসএফ কমান্ড্যান্ট এ.কে ঝাঁ জানান যে, রবিবার রাতে যেসব যাত্রীরা ফ্লাইটের মধ্যে অশান্তি সৃষ্টি করেন তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার সময়ই তারা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। এয়ারলাইন্সের তরফে জানানো হয় যে, যেহেতু প্রত্যেক যাত্রীকে আটকে রাখলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে তাই অন্যান্য যাত্রীদের এলাকা থেকে সরানোর সময়টিকেই পলাতক যুবক কাজে লাগান। এয়ারলাইন্সের তরফে চিহ্নিত দুজনকে বিহার পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে।

Arrested 1

জানা গিয়েছে, বিমানে ভ্রমণরত এই তিনজন হাজীপুর অঞ্চলের বাসিন্দা। তাদের এই মদ্যপানের ঘটনা যখন সামনে আসে তখন ৯টা বেজে গিয়েছিলো। তারপরেও প্রথমে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মোটামুটি ১১টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। নমপ্রকাশে অনিচ্ছুক ইন্ডিগোর এক কর্মকর্তা জানান যে এই তিনজনের মধ্যে দুজন যাত্রী এমন ছিল, যাঁরা আগে থেকেই মদ্যপ করা অবস্থায় ছিলেন। তবে তাঁরা ক্ষমা চেয়ে নিয়েছেন এবং বলেছেন এরপর থেকে আর মদ্যপ অবস্থায় বিমানে চড়বেন না।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর