জুবিনের মৃত্যুতে ঘনিষ্ঠজনেরই হাত? পুলিশের জালে ২, আরও বাড়তে পারে গ্রেফতারি!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু রহস্যে নতুন মোড়। মঙ্গলবার গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার হলেন তাঁর টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। সম্প্রতি অসম সরকার সিট গঠনের নির্দেশ দিয়েছিল জুবিনের (Zubeen Garg) মৃত্যু মামলার তদন্তের জন্য। গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই তাঁর টিমের ড্রামারকে গ্রেফতার করে সিট।

জুবিনের (Zubeen Garg) মৃত্যু মামলায় গ্রেফতার টিমের সদস্য

অভিযোগ উঠছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই সমুদ্রে নেমেছিলেন জুবিন (Zubeen Garg)। জলে নামার আগে গায়ককে তিনি কিছু খাইয়েছিলেন কিনা সেই প্রশ্নও উঠছে। দীর্ঘক্ষণ জেরার পর তাঁকে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। যদিও কীসের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে পুলিশ সূত্রে এখনও কিছু জানা যায়নি। তবে গ্রেফতারির পরেও লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর।

Two people arrested in zubeen garg death case

তদন্ত চালাচ্ছে সিট: জানা যাচ্ছে, শুধু শেখরজ্যোতি নন, জুবিনের (Zubeen Garg) মৃত্যু মামলায় তদন্তে নেমে আরও দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এঁদের মধ্যে একজন হলেন সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত এবং অপরজন হলেন জুবিনের (Zubeen Garg) ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। যদিও আয়োজক শ্যামকানু মহন্তের বাড়িতে দুজন পরিচারক ছাড়া আর কাউকে পাওয়া যায়নি বলে খবর। গায়কের মৃত্যুর পর থেকেই নাকি ওই অনুষ্ঠানের আয়োজক বা তাঁর পরিবারের কাউকেই আর দেখা যায়নি বলে দাবি প্রতিবেশীদের।

 আরও পড়ুন : বিশ্বজুড়ে মায়ের আগমন! নজর কাড়ছে স্কটল্যান্ডের দুর্গোৎসব, ১২ বছরে পা দিল এডিনবার্গের পুজো

কী ঘটেছিল সেদিন: জুবিনের (Zubeen Garg) স্ত্রী সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে জানিয়েছেন, সিঙ্গাপুরের ল্যাজারুস আইল্যান্ডে গিয়েছিলেন স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গেই ছিলেন গ্রেফতার হওয়া দুজন। পাড়ে ফিরে আসার পর নাকি আরও একবার স্কুবা ডাইভিং করতে যান গায়ক। তখনই জলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন : মাত্র ৩০০ টাকাতেই শুরু দাম! কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বে অবিশ্বাস্য কম টাকায় মিলছে টাটকা ইলিশ

ইতিমধ্যে দুবার ময়না তদন্ত হয়েছে জুবিনের। সিঙ্গাপুর থেকে দেহ ভারতে আসার পর আরও একবার ময়না তদন্ত করা হয়েছিল। কিন্তু কোনও রিপোর্টেই কোনও অস্বাভাবিক কারণ খুঁজে পাওয়া যায়নি। অসমে ফেরার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় জানানো হয় জুবিনকে।