বাংলাহান্ট ডেস্ক: ভারতের মাটিতে দাঁড়িয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) চলাকালীন তেলেঙ্গানার এক প্রেক্ষাগৃহে এই ঘটনা ঘটে। দুই যুবক প্রেক্ষাগৃহের মধ্যেই পাকিস্তানের নামে জয়ধ্বনি করে ওঠেন। বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধোর করে দুজনকে।
সোশ্যাল মিডিয়ায় একটি টুইট ভাইরাল হয়েছে। সেখানে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহের মধ্যে উত্তাল পরিস্থিতি। ক্ষিপ্ত দর্শকরা চিৎকার চেঁচেমেচি জুড়ে দিয়েছেন। টুইটে দাবি করা হয়েছে, তেলেঙ্গানা আদিলাবাদের নটরাজ থিয়েটারের ভিডিও এটি।দ্য কাশ্মীর ফাইলস চলাকালীন দুই ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দুজনেই পলাতক বলে জানা গিয়েছে।
অন্যদিকে হরিয়ানার রেওয়ারিতে এক বিজেপি নেতা বিনামূল্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখানোর ব্যবস্থা করেছেন। সম্ভবত ছবির প্রচারের জন্যই এই ব্যবস্থা। খবর পাওয়া মাত্রই ক্ষেপে লাল পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সরাসরি হরিয়ানার মুখ্যমন্ত্রীকে সতর্ক করে একটি টুইট করেছেন তিনি।
তাঁর স্পষ্ট বক্তব্য, এভাবে বিনামূল্যে দ্য কাশ্মীর ফাইলস দেখানো একটা ফৌজদারি অপরাধ। ছবির টিকিট কিনে দেখাটাই আসল জাতীয়তাবাদ। পরে অবশ্য বিবেককে আশ্বাস দেওয়া হয় যে ছবিটি আর বিনামূল্যে দেখানো হবে না।
Two people thrashed by crowd for chanting #PakistanZindabad during screening of #TheKashmirFiles at Natraj Theatre in #Adilabad, #Telangana.
No complaint lodged. Those two are absconding. pic.twitter.com/aJLjwOimkn
— Siddhu Manchikanti Potharaju (@SiDManchikanti) March 18, 2022
মুক্তির পর মাত্র আট দিনে ১১৬ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে দ্য কাশ্মীর ফাইলস। জানা যাচ্ছে, শুক্রবার ১৯.১৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এর আগে দঙ্গল ছবিটির রেকর্ড ছিল অষ্টম দিনে ১৮.৫৯ কোটি টাকা ব্যবসার। কিন্তু সেই রেকর্ডকেও এবার ভেঙে দিল দ্য কাশ্মীর ফাইলস।
শুরুটা মাত্র সাড়ে তিন কোটি টাকা দিয়ে করেছিল দ্য কাশ্মীর ফাইলস। দ্বিতীয় দিন থেকে ব্যবসা বাড়তে থাকে এই ছবির। গত ১১ মার্চ মুক্তি পেয়েছেন দ্য কাশ্মীর ফাইলস। ১২ মার্চ ৮.৫ কোটি টাকা ঘরে তুলেছিল ছবিটি। তৃতীয় দিনে এক ধাক্কায় অঙ্কটা গিয়ে পৌঁছায় ১৫.১ কোটিতে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি দ্য কাশ্মীর ফাইলসকে।
তারপর ১৫ কোটি থেকে ব্যবসা বেড়ে দাঁড়ায় ১৮ কোটি ও তারপর ১৯ কোটিতে। শুক্রবার পর্যন্ত মোট ১১৬.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস। ফিল্ম সমালোচকদের মতে, সোমবারের মধ্যে ১৭৫ কোটি পেরিয়ে যাবে এই ছবি।