G20-র জন্য হয়েছিল সাজানো, ৪০ লাখের গাড়ি থেকে নেমে ফুলের গামলা চুরি! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এল হরিয়াণার (Haryana) গুরুগ্রাম (Gurugram) থেকে। জানা গিয়েছে, সেখানে একটি বিলাসবহুল গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি ফুটপাতে সাজানোর জন্য গামলায় লাগানো একাধিক ফুলের গাছ চুরি করে ফেলেন। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) সামনে এসেছে। যা তুমুল ভাইরাল (Viral) হতেও শুরু করেছে। এদিকে, এই ভিডিওটি পোস্ট করে বিজেপির মুখপাত্র রমন মালিক গুরুগ্রাম পুলিশের কাছে এই “ধনী চোর”-দের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গুরুগ্রামের শঙ্কর চকের কাছে এই চুরির ঘটনাটি ঘটেছে। এদিকে, বিজেপির মুখপাত্র রমন মালিকের পোস্ট করা ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে যে, একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি ফুটপাতে থাকা ফুল গাছগুলির কাছে থেমে যায়। সেই গাড়ি থেকে ২ জন নেমে অবলীলায় ওই ফুটপাথ থেকে ফুল গাছের গামলাগুলি তুলতে শুরু করে সেগুলি গাড়ির ডিকিতে রাখেন। তারপরেই তাঁরা সেখান থেকে চলে যান।

এদিকে, টুইটারে বিজেপি মুখপাত্রের পোস্ট করা ওই ভিডিওটিতে গুরুগ্রাম পুলিশ সহ বেশ কয়েকজন অফিসারকে ট্যাগ করা হয়েছে। পাশাপাশি, সেখানে লেখা হয়েছে, ৪০ লক্ষ টাকার গাড়িতে আসা এই দুই ব্যক্তিকে G-20 শীর্ষ সম্মেলনকে সামনে রেখে সৌন্দর্যায়নের জন্য রাখা গাছ চুরি করতে দেখা যায়। পাশাপাশি, যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে “গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি” জানিয়েছে যে, বিষয়টি ইতিমধ্যেই তাদের নজরে এসেছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরপ্রদেশের আগ্রা থেকেও এমনই একটি ঘটনা সামনে এসেছিল। সেখানেও G-20 সম্মেলনের জন্য রাস্তায় সাজানো ৬৬ টি ফুলের গামলা চুরি করা হয়। এই প্রসঙ্গে আগ্রা পুলিশের তরফে জানানো হয় প্রীতম শ্রীবাস্তব এবং সোনু নামের দুই ব্যক্তি শহরের রাস্তা ও পার্ক সাজানোর জন্য রাখা ফুলের পাত্রগুলি চুরি করেছিল। মূলত, গত ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি, চোরেরা তাদের বাড়ি সাজানোর জন্য আগ্রা থেকে সেগুলি চুরি করে। অভিযুক্ত প্রীতমকে গ্রেফতারও করে পুলিশ।

https://twitter.com/ramanmalik/status/1630315499686100998?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1630315499686100998%7Ctwgr%5E86dce269f0b82e67e52f14e2f8d8d40b234a4a20%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.opindia.com%2Fwtf-news%2Fpeople-from-suv-car-steal-flower-pot-gamala-g20-gurugram-viral-video%2F

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে G-20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে পুরোদমে। যার ফলে শহরগুলির সৌন্দর্যায়নের দিকেও নজর দেওয়া হচ্ছে। এমতাবস্থায়, রাস্তার দুই পাশের ফুটপাত সাজানো হচ্ছে বিশেষ ধরণের গাছপালা দিয়ে। তবে, সেগুলিকেই এবার চুরির ঘটনা ঘটেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর