বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালেই মস্কো থেকে দু’টি বিমান পৌঁছাল দিল্লী বিমানবন্দরে (delhi airport)। কথা রাখল বন্ধু দেশ রাশিয়াও (russia)। ভারতে (india) করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিভিন্ন দেশ ভারতের পাশে বন্ধুর মত এসে দাঁড়িয়েছে। রাশিয়া থেকে প্রয়োজনীয় নানা রকম করোনা যুদ্ধের সামগ্রী এসে পৌঁছাল ভারতে।
বুধবারই প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনে কথা হওয়ার পর মোদী জি ট্যুইটে জানিয়েছিলেন, ‘ভারতের করোনা আবহ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়েছে। রাশিয়া আমাদের পাশে থাকার বার্তাও দিয়েছে। এই সাহায্যের জন্য প্রেসিডেন্ট পুতিনকে অনেক ধন্যবাদ জানাই’।
#WATCH | Two flights from Russia, carrying 20 oxygen concentrators, 75 ventilators, 150 bedside monitors, and medicines totalling 22 MT, arrived at Delhi airport earlier this morning. pic.twitter.com/L2JRu3WLZs
— ANI (@ANI) April 29, 2021
কথামত বৃহস্পতিবার সকালে ভারতে এসে পৌঁছাল রাশিয়ার দুই বিমান, যা ভর্তি ছিল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়ে। রাশিয়া থেকে এসেছে- ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর, ওষুধ, ২০টি অক্সিজেন কনসেনট্রেটর।
Air Cargo, Delhi Customs working 24*7 expedited clearance of two flights from Russia early morning which brought 20 oxygen concentrator, 75 ventilators, 150 bedside monitors and medicines totalling 22 MT: Central Board of Indirect Taxes & Customs (CBIC) pic.twitter.com/AZwZDS3aHA
— ANI (@ANI) April 29, 2021
ভারতকে সাহায্য করার বিষয়ে ভারত স্থিত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলয় কুদাশেভ জানিয়েছেন, ‘দুদেশের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে, ভারতের এই সংকটের দিনে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া’।
প্রসঙ্গত জানিয়ে রাখি, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বন্ধু দেশ আমেরিকাও। ভারতকে সাহায্য করতে সম্পূর্ণভাবে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। বিডেনের সেই কথা মতই বুধবার রাতেই আমেরিকা থেকে প্রয়োজনীয় উপাদান ভর্তি বিমান রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে। আমেরিকা থেকে আজই ভারতে আসছে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের করোনা মোকাবিলা সামগ্রী।
Thanks to US Transport Command, Defence Logistics… for hustling to prepare critical USAID medical supplies for shipping. We’re committed to use every resource at our disposal, within our authority, to support India’s frontline healthcare workers: US Defence Secretary pic.twitter.com/ZA58X1WRcj
— ANI (@ANI) April 29, 2021
USAID সূত্রের খবর, ৪৪০টি অক্সিজেন সিলিন্ডার ও রেগুলেটর দিয়েছে ক্যালিফোর্নিয়া। ৯ লক্ষ ৬০ হাজার র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট পাঠাচ্ছে USAID। সেইসঙ্গে পাঠাচ্ছে প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য ১ লক্ষ N-95 মাস্ক। আমেরিকা থেকে আসছে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার, যা ৩২০ জন স্বাস্থ্যকর্মী ব্যবহার করতে পারবেন।