বাংলাহান্ট ডেস্ক : বিজ্ঞানের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বাঙলার ২ বিজ্ঞানী স্থান পেলেন এশিয়ার সেরা বিজ্ঞানীদের তালিকায়। পাশাপাশি ভারত থেকে এই তালিকায় স্থান করে নিয়েছেন আরো ১৫ জন বিজ্ঞানী। খড়গপুর আইআইটির অধ্যাক এবং গবেষ সুমন চক্রবর্তী এবং কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের ডিরেক্টর আর সঙ্ঘমিত্রা বাংলা থেকে স্থান পেয়েছেন এই তালিকায়।
এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন প্রকাশিত হয়েছে সম্প্রতি। এই ম্যাগাজিন প্রকাশিত হতে শুরু করে ২০১৬ সাল থেকে। এই বছরের অষ্টম সংস্করণে এশিয়া মহাদেশের ১০০ জন শীর্ষ বিজ্ঞানীর নাম প্রকাশ করা হয়েছে। ভারত থেকে মোট ১৭ জন বিজ্ঞানী এই তালিকায় জায়গা পেয়েছেন। এঁদের মধ্যে দুজন বাংলার বিজ্ঞানী।
আরোও পড়ুন : পাল্টে যাবে উচ্চ মাধ্যমিকের নম্বর সংক্রান্ত নিয়ম! নয়া সিস্টেমের খবর দিলেন সংসদ সভাপতি
এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন ২০২৪-এর সেরা ১০০-র তালিকায় রয়েছেন খড়গপুর আইআইটির অধ্যাক এবং গবেষ সুমন চক্রবর্তী এবং কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের ডিরেক্টর আর সঙ্ঘমিত্রা। ২০২৩ সালে উচ্চশিক্ষায় ‘জাতীয় শিক্ষক’ সম্মানে ভূষিত হন সুমন চক্রবর্তী। রাষ্ট্রপতির থেকে এই সম্মান গ্রহণ করেন সুমন বাবু।
আরোও পড়ুন : নিজের হাতে রুক্ষ পাহাড়কে বদলে দিলেন সবুজ অরণ্যে! অসম্ভবকে সম্ভব করলেন পুরুলিয়াবাসীরা
‘ফ্লুইড মেকানিকস অ্যান্ড থার্মাল সায়েন্স’ নিয়ে গবেষণার জন্যে দেশে বিজ্ঞানীদের জন্য সর্বোচ্চ সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর সম্মান’ও রয়েছে সুমন চক্রবর্তীর ঝুলিতে। এছাড়াও তিনি ইনফোসিস পুরস্কার লাভ করেন ২০২২ সালে। অন্যদিকে, ১৯৯৯ সালে আইএসআই-তে মেশিন ইন্টেলিজেন্স বিভাগে যোগদান করেন সঙ্ঘমিত্রা। তিনি এই সংস্থার ডিরেক্টর হন ২০১৫ সালে।
কেন্দ্রীয় সরকার তাঁকে ২০২২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এছাড়াও এই বিজ্ঞানী পেয়েছেন দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার। একাধিক যন্ত্রের আবিষ্কারক সুমন বাবু জানিয়েছেন, ‘আমি অনেক গবেষণার সঙ্গেই যুক্ত। প্রান্তিক মানুষের কথা ভেবে অনেক আবিষ্কার করছি। এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিনের এই সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার