বাংলাহান্ট ডেস্ক : টিআরপিতে সম্প্রতি বড় পতন হয়েছে সিরিয়াল (Serial) গুলিতে। বিশেষ করে জি বাংলার সিরিয়ালগুলির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে কমেছে নম্বর। নতুন পুরনো মিলিয়ে অধিকাংশ ধারাবাহিকগুলির নম্বর কমেছে। প্রথম পাঁচে একমাত্র জায়গা করেছে ‘জগদ্ধাত্রী’। অন্যান্য ধারাবাহিকগুলি (Serial) এঁটেই উঠতে পারছে না স্টার জলসার সঙ্গে।
বড় বদল আসছে জি বাংলায় (Serial)
প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ধারাবাহিকের (Serial) ঘোষণা করেছে জি বাংলা। আসতে চলেছে দু দুটি নতুন সিরিয়াল। তেমনই আবার শেষও হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। পুজোর আগেই নাকি পাততাড়ি গোটাচ্ছে দু দুটি সিরিয়াল (Serial)। এর মধ্যে রয়েছে একটি তুলনামূলক নতুন সিরিয়াল।
বন্ধের মুখে দুটি সিরিয়াল: টেলিপাড়ায় গুঞ্জন, পুজোর এক মাস আগে পরপর দুটি সিরিয়াল (Serial) শেষ করে দেওয়া হচ্ছে। মিত্তির বাড়ি এবং কোন গোপনে মন ভেসেছে, এই দুটি সিরিয়াল (Serial) নাকি বন্ধ হয়ে যাচ্ছে। সোমবারই শেষ শুটিং হয়েছে মিত্তির বাড়ির। শেষ দিনের শুটিংয়ে মন খারাপ ছিল সকলেরই।
আরও পড়ুন : পাকিস্তানে ৩১৩টি নতুন জঙ্গি শিবির তৈরির পরিকল্পনায় ৩৯১ কোটি টাকা চাঁদা তুলছে জয়েশ, কারা দিল টাকা?
কবে শেষ শুটিং: অন্যদিকে সূত্রের খবর, চলতি মাসেই শেষ শুটিং হবে কোন গোপনের। অগাস্টের ২৬ তারিখেই নাকি হবে শেষ শুটিং। সেপ্টেম্বরের শুরুতে শেষ পর্ব সম্প্রচারিত হতে পারে এই সিরিয়ালের (Serial) তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : সরকারি কোষাগরের টাকা কি দান করা যায়? পুজোয় অনুদান দেওয়া নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার
প্রসঙ্গত, খুব শীঘ্রই নতুন দুটি সিরিয়াল শুরু হচ্ছে জি বাংলায়। আগামী ২৫ শে অগাস্ট থেকে রাত সাড়ে নটার স্লটে শুরু হচ্ছে কনে দেখা আলো। অন্যদিকে অপর সিরিয়ালে দুই বোনের চরিত্রে একই গল্পে ধরা দেবেন শ্রুতি এবং আরাত্রিকা।