বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরেই পুলিশের নজরে ছিল তারা, দেশের একাধিক প্রান্তে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি সাম্প্রতিক সময়ে অমরনাথ যাত্রাতেও নাশকতার ছক ছিল তাদের আর এবার লস্কর-ই-তৈয়বার এই দুই জঙ্গিকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলো জম্মু ও কাশ্মীর পুলিশ। সৌজন্যে গ্রামবাসীদের সাহসিকতা এবং প্রচেষ্টা।
সূত্রের খবর, গ্রামবাসীদের তৎপরতায় এই দুই জঙ্গিকে পাকড়াও করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ফলে অমরনাথ যাত্রায় গভীর ষড়যন্ত্রের ছক ভাঙতেও সফল হয়েছে তারা। এদিন জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে টুকসান গ্রাম থেকে দুই অপরাধীকে গ্রেফতার করা হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরে এই দুই জঙ্গি গ্রামে ঘোরাফেরা করতে থাকে এবং এরপর একপ্রকার সন্দেহের বশে দুজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এলাকাবাসীরা। পরবর্তীকালে পুলিশে খবর দেওয়া হলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় তারা এবং অপরাধীদের জেল হেফাজতে নেওয়া হয়।
দুই জঙ্গির মধ্যে একজন পুলওয়ামার বাসিন্দা ফয়সল আহমেদ দার এবং অপরজন তালিব হোসেন। অতীতেও তারা বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে তাদের কাছ থেকে একাধিক গ্রেনেড, পিস্তল সহ AK-47 উদ্ধার করা হয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “গ্রেফতার হওয়া দুই জঙ্গিদের ধরতে আমরা তৎপর ছিলাম। তাদের মাথাপিছু দু’লাখ টাকা দেওয়ার ঘোষণা করা হয়। এদিন তাদেরকে পাকড়াও করা সম্ভব হয়েছে। সম্ভবত অমরনাথ যাত্রায় নাশকতার ছক করা তাদের পরিকল্পনায় ছিল।” ইতিমধ্যেই গ্রামবাসীদের দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও উপ-রাজ্যপাল মনোজ সিনহার তরফ থেকেও গ্রামবাসীদের ৫ লক্ষ টাকা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।