সমুদ্রে আর নয় চিন-পাকিস্তানের “দাদাগিরি”, ভারতীয় নৌবাহিনীতে “এন্ট্রি” নিচ্ছে জোড়া যুদ্ধজাহাজ

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত। ঠিক এই আবহেই এবার বড় আপডেট সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রে চিন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ভারতের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, পাকিস্তান চিনা সাবমেরিন এবং যুদ্ধজাহাজ দিয়ে তার নৌবাহিনীর আকারও বৃদ্ধি করছে। তবে, এবার ভারত এর একটি সমাধানও খুঁজে পেয়েছে। পড়শি দেশের উদ্বেগ বাড়িয়ে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৬ অগাস্ট ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ, ওই দিনে একইসঙ্গে ২ টি নীলগিরি ক্লাসের স্টিলথ ফ্রিগেট ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) অন্তর্ভুক্ত হতে চলেছে।

ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) “এন্ট্রি” নিচ্ছে জোড়া যুদ্ধজাহাজ:

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিশাখাপত্তনমে আনুষ্ঠানিকভাবে ২ টি যুদ্ধজাহাজকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করবেন। ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) এই যুদ্ধ জাহাজগুলির অন্তর্ভুক্তির পর, ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে কেবল পাকিস্তানের মোকাবিলাই করবে না, বরং ভারত মহাসাগরের মধ্য দিয়ে যাওয়া গ্লোবাল শিপিং লাইন এবং ভারতীয় এনার্জি ট্রেডের রুটগুলিকেও সুরক্ষিত করবে।

নীলগিরি ক্লাসের স্টিলথ ফ্রিগেটের কাহিনি: সাম্প্রতিক সময়ে আত্মনির্ভর ভারতের অভিযানের মাধ্যমে একের পর এক দেশীয় যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। প্রকল্প ১৭A-র অধীনে, নৌবাহিনীর (Indian Navy) জন্য ৭ টি নীলগিরি ক্লাস গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট তৈরি করা হচ্ছে। ২০১৫ সালে, ৪ টি স্টিলথ ফ্রিগেটের জন্য MDL-এর সঙ্গে এবং GRSE শিপবিল্ডারের এর সঙ্গে ৩ টি স্টিলথ ফ্রিগেটের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই প্রকল্পের ৭ টি জাহাজই MDL এবং GRSE শিপবিল্ডার দ্বারা ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে লঞ্চ করা হয়। এগুলির মধ্যে ৪ টির সমুদ্র পরীক্ষা চলছে। এই সমস্ত স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট নৌবাহিনীতে (Indian Navy) অন্তর্ভুক্তির পর, সমুদ্রে ভারতের শক্তি দুর্ধর্ষভাবে বৃদ্ধি পাবে।

Two warships set to enter Indian Navy.

জানিয়ে রাখি যে, উদয়গিরি হল নাভেল ডিজাইন ব্যুরো কর্তৃক ডিজাইন করা ১০০ তম জাহাজ। নীলগিরি শ্রেণির স্টিলথ ফ্রিগেট উদয়গিরি গত ১ জুলাই নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। এদিকে, গত ৩১ জুলাই, প্রজেক্ট ১৭ A-র অধীনে নির্মিত অ্যাডভান্সড স্টিলথ ফ্রিগেট হিমগিরি নৌবাহিনীর (Indian Navy) কাছে হস্তান্তর করা হয়। ২০২৫ সালের মধ্যে, এই ক্লাসের ৩ টি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে উপলব্ধ হবে। জানিয়ে রাখি যে, চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম INS নীলগিরিকে নৌবাহিনীতে (Indian Navy) অন্তর্ভুক্ত করেন।

আরও পড়ুন: SBI-র ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বড় আপডেট! ১ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে নিয়ম, মিলবে না এই সুবিধা

গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেটের শক্তি: প্রজেক্ট ১৭A-র হিমগিরি এবং উদয়গিরির বিশেষত্ব হল এগুলি সারফেস এবং অ্যান্টি শিপ ওয়ারফেয়ারের জন্য ব্রহ্মস দিয়ে সজ্জিত। এছাড়াও, অ্যান্টি এয়ার ওয়ারফেয়ারের জন্য এয়ার ডিফেন্স গান এবং বারাক ৮ লং রেঞ্জ সারফেস টু ইয়ার মিসাইল, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য বরুণাস্ত্র এবং অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার দিয়ে সজ্জিত। এই ফ্রিগেটটি সোনার থেকে শুরু করে কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এবং মাল্টি-ফাংশন ডিজিটাল রাডার দিয়ে সজ্জিত। যা দীর্ঘ দূরত্ব থেকে আসা আক্রমণ শনাক্ত করার পাশাপাশি ট্র্যাক করে আটকাতে পারে।

আরও পড়ুন: ৫১ বলে ১২১ রান! এশিয়া কাপের আগে দুরন্ত সেঞ্চুরি সঞ্জু স্যামসনের, চিন্তা বাড়ল গম্ভীর-সূর্যের

এছাড়াও, এই ফ্রিগেটে ২ টি হেলিকপ্টার সহজেই অবতরণ করতে পারে এবং সেগুলিকে রাখার জন্য একটি হ্যাঙ্গারও রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রকল্প ১৭A-এর অধীনে নির্মিত ৭ টি ফ্রিগেটের ৭৫ শতাংশ সরঞ্জাম দেশীয় কোম্পানিগুলি থেকে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এগুলির ডিজাইন এবং ইস্পাতও দেশীয়। ৬,৭০০ টন ওজনের এই ফ্রিগেট ঘণ্টায় ৩০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রজেক্ট ১৭A-র সমস্ত যুদ্ধজাহাজ শিবালিক ক্লাস ফ্রিগেটের চেয়ে ৫ শতাংশ বড়।