বাংলাহান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরে আবারও দেশের জন্য আত্মবলিদান বাংলার দুই বীর সেনার (West Bengal Jawans)। দক্ষিণ কাশ্মীরের কিস্তওয়ার-কোকেরনাগ এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালীন ভয়াবহ তুষারঝড়ে প্রাণ হারালেন দুই সেনা প্যারাট্রুপার— ল্যান্স নায়েক হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ। দু’জনেই বাংলার সন্তান। মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়ার বাসিন্দা পলাশ ঘোষ এবং বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সুজয় ঘোষ ছিলেন ভারতীয় সেনার সাহসী প্যারা-কমান্ডো বাহিনীর সদস্য।
কাশ্মীরে শহিদ বাংলার দুই জওয়ান (West Bengal Jawans)
বুধবার গাদোলের ঘন বনাঞ্চলে চলছিল সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান। আচমকা তুষারঝড় শুরু হয়, তখনই নিখোঁজ হয়ে যান ওই দুই জওয়ান (West Bengal Jawans)। প্রথমে আশঙ্কা করা হয়, তাঁরা হয়তো জঙ্গিদের হাতে পড়েছেন বা গভীর তুষারে পথ হারিয়ে ফেলেছেন। তল্লাশি শুরু হয় সঙ্গে সঙ্গে— হেলিকপ্টার, ড্রোন, কোয়াডকপ্টার, ইউএভি— সব দিক থেকে অনুসন্ধান চালানো হয়। সেনা জওয়ানরাও পায়ে হেঁটে তল্লাশি অভিযানে নামে। কিন্তু ঘন তুষারপাতের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: বিশ্বজুড়ে অনিশ্চয়তার মাঝেই ভারতের ওপর ভরসা বিদেশি বিনিয়োগকারীদের! ১ সপ্তাহেই এল ১,৭৫১ কোটি টাকা
বৃহস্পতিবার তল্লাশির সময় উদ্ধার হয় ল্যান্স নায়েক হাবিলদার পলাশ ঘোষের দেহ (West Bengal Jawans)। তাঁর দেহের পাশে পাওয়া যায় একটি অস্ত্র ও ব্যাগ। সেনা সূত্রে খবর, ঘটনাস্থলে প্রায় দুই ফুট তুষার জমে ছিল। শুক্রবার একই এলাকায় পাওয়া যায় ল্যান্স নায়েক সুজয় ঘোষের নিথর দেহ। সেনা সূত্রে নিশ্চিত করা হয়েছে, তুষারঝড়ের মধ্যেই প্রাণ হারান বাংলার দুই বীর সন্তান।
দু’জনেই সেনা বাহিনীর (West Bengal Jawans) বিশেষ প্যারাট্রুপার ইউনিটের সদস্য ছিলেন। তাঁদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে, সঙ্গে শোকস্তব্ধ গোটা রাজ্য। মুর্শিদাবাদ থেকে বীরভূম— সর্বত্রই এখন একটাই কথা, দেশের জন্য জীবন উৎসর্গ করা এই দুই বীরের আত্মত্যাগ কোনওদিন ভোলার নয়।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সেনা জওয়ানের (West Bengal Jawans) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে গিয়ে আমাদের বাংলার দুই বীর প্যারা-কমান্ডো শহিদ হয়েছেন, এই খবরে আমি গভীরভাবে মর্মাহত। দেশের সুরক্ষায় অসামান্য সাহস, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার জন্য বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে জানাই স্যালুট।”
তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকার শহিদ দুই সেনার পরিবারের পাশে থাকবে এবং সবরকম সাহায্য করবে। সেনা দপ্তর জানিয়েছে, শহিদ দুই জওয়ানের (West Bengal Jawans) দেহ শুক্রবার বিমানবাহিনীর মাধ্যমে নিজ নিজ রাজ্যে পাঠানো হবে। তাঁদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সেনা বাহিনী এবং রাজ্য প্রশাসন।