বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবারের সকাল, হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে তুঙ্গে ব্যস্ততা। এমনই সময় চাঞ্চল্যকর ঘটনা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল। এদিন সকালে কলকাতা হাই কোর্টের ই গেটের সামনে হঠাৎই এসে উপস্থিত হন দুই মহিলা। তারপরই ওই দু’জন গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে সূত্রের খবর।
হাইকোর্ট চত্বরে আত্মহত্যার চেষ্টা | Calcutta High Court
সূত্রের খবর, দ্রুত নিরাপত্তা কর্মীরা ওই মহিলাদের আটক করে। পুলিশি তৎপরতায় মৃত্যুমুখ থেকে রক্ষা পান ওই মহিলারা। সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর।
জানা গিয়েছে, ঘটনায় জড়িত দুই মহিলার নাম— পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাপুই। তিনজনাই পাইলান, আমগাছিয়া, কালিতলা, থানাঃ বিষ্ণুপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য।
২০১৭ সালে ওই সমবায় সমিতি গড়ে ওঠে। চলতি বছর অর্থাৎ ২০২৫-এ নির্বাচন হয়। ওই নির্বাচনে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে বলে অভিযোগ। এই ইস্যুতে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। অভিযোগ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ সেই নির্দেশ গ্রাহ্য করেনি।
আরও পড়ুন: কিছুক্ষণেই সুপ্রিম কোর্টে উঠবে DA মামলা, তার আগেই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল
মহিলাদের আরও অভিযোগ, বহু বছর ধরে মোটা সুদের লোভ দেখিয়ে ওই সমবায় সংস্থা টাকা সংগ্রহ করলেও সময়মতো আর টাকা ফেরত দেয়নি। এই নিয়ে একাধিকবার টাকা ফেরতের দাবি জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন সকালে হাইকোর্টের গেটের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দু’জন।
সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সমবায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে