উদ্বোধনের পরের দিনই রক্তাক্ত পদ্মা সেতু! বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আসেন উদ্বোধন করতে। পদ্মা সেতু নিয়ে প্রত্যেকটি বাংলাদেশী হয়ে ওঠে গর্বিত। কিন্তু সেই আবেগের পারদ শান্ত হওয়ার আগেই রক্তাক্ত হলো বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। গতকাল সেতুর উপর মোটরবাইক দুর্ঘটনার শিকার হলেন দুই যুবক। সূত্র মারফত জানা যাচ্ছে, রবিবার রাতেই ঘটে এই দুর্ঘটনা। গুরুতর জখম অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে দাবি করেন।

কীভাবে হলো এই মর্মান্তিক দুর্ঘটনা?

সূত্র মারফত খবর, একটি মোটর বাইকে করে সেতু পেরোচ্ছিলেন দুই বন্ধু মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১)। আলমগীর করেন মোটরসাইকেল মেরামতের কাজ। আর ফজলু থাকেন বিদেশে। এক মাস আগেই দেশে ফেরেন তিনি। জানা যাচ্ছে, তাঁরা দোহার এলাকার বাসিন্দা। রবিবার রাতে ওই দুই যুবকও পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় ভিডিও করছিলেন৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা৷ সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি হঠাৎই ঘটে এই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো যায়নি৷ পদ্মা সেতু উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই বাইক দুর্ঘটনায় বেশ চমকে দিয়েছে সকলকে। বাংলাদেশের সরকারি সূত্রে খবর, এই ঘটনার পরে সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুর উপর মোটরবাইক চলাচল সম্পুর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবারই মহা ধুমধামে শেখ হাসিনা উদ্বোধন করেন পদ্মা সেতুর। গোটা বাংলাদেশই এই সেতুর দিকে তাকিয়ে বছরের পর বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। গর্বের এই সেতু নিয়ে আবেগের কোনও অন্ত ছিলনা। এক স্বপ্ন সত্যি হওয়ার মতোই অনুভূতিতে আপ্লূত ছিল বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। কিন্তু সেই অনূভুতিই এক মুহূর্তে মাটিতে মিশে গেল এই দুর্ঘটনার পর।

জানা যাচ্ছে, ভোর ছ’টায় সেতুর ব্যবহারের জন্য খোলার আগেই যানবাহনের লম্বা লাইন পড়ে যায়৷ প্রচুর উৎসাহী মানুষ সেতুর উপরেই ছবি তুলতে ভিড়ও জমান৷ অনেকেই প্রশাসনের বিধি নিষেধও লঙ্ঘন করে ফেলেন৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অবশ্য যানজট কেটে গিয়ে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়৷ এরপর প্রায় সারাদিন গাড়ি–মোটরসাইকেলে চড়ে সেতুকে চাক্ষুষ করতে যান অসংখ্য মানুষ। নিয়ম না মেনে মোটরসাইকেল চালানোয় বেশ কয়েকজনকে সেতুতে উঠতে দেওয়া হয়নি বলেও জানা যাচ্ছে। এর পরই সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক।


Sudipto

সম্পর্কিত খবর