বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা দিন। জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে এই ঝড়ের দাপটে। বলা বাহুল্য, পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী ঝড় এটি। ঝড়ের নাম বলাভেন। প্রতি ঘণ্টায় প্রায় ৩০০ কিমি বেগে বইলেও আছড়ে পড়ার সময় গতিবেগ আরও বেশি হতে পারে বলেই জানা গিয়েছে।
এই ভয়ঙ্কর টাইফুনকে নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে আবহাওয়াবিদদের মধ্যে৷ জানা গিয়েছে, এই মাসের শেষের দিকেই তান্ডব চালাবে এই ঝড়। শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে এই ঝড়ের গতিবেগ৷ সাগরের উপর আরও বেশি সময় ধরে থাকার জন্য এই ঝড়েরও শক্তি বৃদ্ধি হচ্ছে৷
আরোও পড়ুন : পুজোর আগেই সুখবর! ১২ হাজার চাকরি পুলিশে, সিদ্ধান্ত গ্রহণ মমতার বাড়ির মন্ত্রিসভার বৈঠকেই
এই নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হওয়ার মূল কারণ হল আবহাওয়াবিদেরা এটিকে ক্যাটাগরি ৫-এর ঘূর্ণিঝড় হিসাবে চিহ্নিত করেছেন৷ বিপুল ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পাশাপাশি, এল নিনো আবহাওয়ার জন্যই এই ঘূর্ণিঝড়ের আতঙ্ক আরও বেশি করে তৈরি হয়েছে৷
মনে করা হচ্ছে, এটি তারপর ক্যাটাগরি ১ থেকে ক্যাটাগরি ৫-এর ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ মাত্র ১২ ঘণ্টায় এই ঝড়ের গতিবেগ বাড়বে দ্বিগুণের বেশি৷ এটি সবচেয়ে বেশি গতিবৃদ্ধি করে বুধবার থেকে৷ ২০১৫ সালের বিধ্বংসী হ্যারিকেনের থেকে এর গতিবেগ আরও অনেকটা বৃদ্ধি পাবে।