বাংলাহান্ট ডেস্কঃ আবারও বিপাকে পড়লেন পাকিস্তান (pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। ঋণের সমুদ্রে ডুবে থাকা পাকিস্তানকে এক বিলিয়ন ডলার ফেরত দিতে বলল সংযুক্ত আরব আমীরশাহী (United Arab Emirates)। পূর্বে নেওয়া এই বিরাট পরিমাণ ঋণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পূরণে অক্ষম পাকিস্তানের উপর এবার কড়া হুঁশিয়ারি সংযুক্ত আরব আমীরশাহীর।
ঋণের সমুদ্রে ডুবে রয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে কেউই আর সম্মত হচ্ছে না পাকিস্তানকে ঋণ দেওয়ার জন্য। উল্টে একে একে এখন পূর্বে ঋণ দেওয়া অর্থ এবার ফেরত চাইতে শুরু করেছে। সংযুক্ত আরব আমীরশাহীর থেকে ঋণ নেওয়া এক বিলিয়ন ডলার এবার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল পাক সরকারকে।
সূত্রের খবর, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে পাকিস্তান সবথেকে বেশি পরিমাণ অর্থ ঋণ নিয়েছে। প্রায় ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের বোঝা মাথায় রয়েছে পাক সরকারের। ৯৬০ মিলিয়ন মার্কিন ডলার জানুয়ারিতে ঋণ নিয়েছিল পাকিস্তান। জানা গিয়েছে, যার মধ্যে ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার ছিল বিদেশী ঋণ।
সম্প্রতি সময়ে করোনা আবহ হওয়ায় পাকিস্তানের অর্থ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আইএমএফ। এই পরিস্থিতিতে ২০২০ সালের শেষের দিকে প্রায় ১ হাজার ১৬ কোটি ৭৬ লাখ টাকা সাহায্যের আশ্বাস দিয়েছিল আইএমএফ। অর্থ ঋণে ডুবে থাকা পাকিস্তানকে কিছুটা মুক্তির উপায় বাথলে দিতেই এই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আইএমএফ।
অন্যদিকে সংযুক্ত আরব আমীরশাহী থেকে এক বিলিয়ন ডলার আর্থিক ঋণ নিয়েছিল পাকিস্তান, যা সরাসরি স্টেট ব্যাংক অফ পাকিস্তানে পৌঁছে গিয়েছিল। পাকিস্তান সেই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ১২ই মার্চের মধ্যে। কিন্তু ইসলামাবাদ তা ফেরত দিতে না পারায়, মেয়াদের সময় উত্তীর্ণ হয়ে যাওয়ায় এবার চাপ বাড়ছে পাক সরকারের উপর। এই মেয়াদের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে, এমনকি ক্রাউন প্রিন্সের সঙ্গে যোগাযোগে করার চেষ্টা করেও বিফল হয়েছে পাকিস্তান।