বাংলাহান্ট ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের (Bangladesh) ভিসা আবেদন স্থগিত করল ইউএই। পর্যটন হোক বা কর্মসংস্থান—প্রবেশের জন্য এই ভিসা দেখানো বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরেই আমিরশাহি বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটক ও শ্রমিক আকর্ষণের কেন্দ্র। তবে নিরাপত্তা, স্বাস্থ্য ও রাজনৈতিক কারণ দেখিয়ে সাম্প্রতিক সময়ে ভিসা নীতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ সহ কোন কোন দেশের ভিসা স্থগিত (Bangladesh)
২০২০ সালের ডিসেম্বরে আমিরশাহির সরকার হঠাৎ করেই ভিসা নীতিতে অস্থায়ী পরিবর্তন ঘোষণা করে। সর্বশেষ অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়টি দেশের নাগরিকদের ভিসা প্রদানে সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়। এই দেশগুলি হল—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ (Bangladesh), ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। এই দেশগুলির নাগরিকদের পর্যটন বা কর্ম ভিসার আবেদন আপাতত গ্রহণ করা হচ্ছে না। তবে যাদের ইতিমধ্যেই বৈধ ভিসা বা কাজের অনুমতি রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না।
আরও পড়ুন:উদ্বোধনের পরেই অগ্নিকাণ্ড চেতলা অগ্রণীর মণ্ডপে! চতুর্থীতে বন্ধ ফিরহাদ হাকিমের পুজো
সরকারি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা, রাজনৈতিক উত্তেজনা এবং স্বাস্থ্যগত উদ্বেগ। বিশেষ করে উপসাগরীয় দেশগুলির সঙ্গে ইজরায়েলের সম্পর্ক ক্রমশ নতুন মোড় নেওয়ায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়েছে। অনেকের মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির উপর এই বিধিনিষেধ আরোপ করায় বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে চাপ সৃষ্টি করছে। উদাহরণস্বরূপ, তুরস্কের নাগরিকদের ভিসা প্রদানে আগের সীমাবদ্ধতার ফলে আঙ্কারা ও আবু ধাবির সম্পর্ক তিক্ত হয়েছিল। আবার পাকিস্তান সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের নতুন ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যা ওই দেশগুলিতে কর্মরত নাগরিকদের জন্য উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে কাজের অনুমতি নবায়নে অসুবিধার সম্মুখীন হচ্ছেন অনেকেই (Bangladesh)।
তবে এই ভিসা নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের হলেও স্থায়ী নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বা ঝুঁকি কমে এলে পুনরায় আবেদন গ্রহণ শুরু করা হবে বলে জানিয়েছে আমিরশাহির কর্তৃপক্ষ। তখন ওই দেশগুলির নাগরিকরা অনলাইনে ভিসা পোর্টাল, দূতাবাস ও কনস্যুলেট অথবা অনুমোদিত অভিবাসন অফিসের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন। অন্যদিকে, যেসব দেশ ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা পায়, তাদের নাগরিকদের ক্ষেত্রে প্রবেশের মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্ধারণ করা হবে (Bangladesh)।
আরও পড়ুন:প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী, আর পাশ করেছেন মাত্র ৬,৭৫৪ জন! প্রাথমিক TET-এ রেজাল্ট দেখার পদ্ধতি
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত। যদিও স্বাস্থ্যগত কারণকে সামনে আনা হয়েছে, অনেকে এটিকে আঞ্চলিক রাজনীতির অঙ্গ বলেই মনে করছেন। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা কতদিন চলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে আপাতত নয়টি দেশের হাজার হাজার নাগরিকের জন্য আমিরশাহি ভ্রমণ বা কর্মসংস্থানের দরজা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল (Bangladesh)।