‘UCC, রাম মন্দির এবং ধারা ৩৭০ অবলুপ্তির থেকে অনেক বেশি মারাত্মক হতে যাচ্ছে!’, দাবি পিকে’র

বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর (Prashanta Kishor)। পিকে মঙ্গলবার বলেছিলেন অভিন্ন নাগরিক কোডের (Uniform Civil Code) প্রয়োগের ফল, ভাল বা খারাপ যাই হোক, তা অযোধ্যায় মন্দির নির্মাণ এবং ৩৭০ ধারা বাতিল (Abolition of Article 370) করার মতো বিজেপির (Bharatiya Janata Party) অন্যান্য মূল এজেন্ডা থেকে অনেকটাই বেশি মাত্রায় হবে।

প্রসঙ্গত, এই প্রশান্ত কিশোরই, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার অভিযান পরিচালনা করেন। সেই পিকে এদিন আরও জোর দিয়ে বলেন ভারতের সংবিধানের প্রতিষ্ঠাতা কখনই এই বৈচিত্র্যময় দেশে আইন সম্পর্কিত অভিন্নতা কার্যকর করার পক্ষে ছিলেন না।

এদিন আইপ্যাক-র প্রতিষ্ঠাতা বিহারের সমস্তিপুর জেলায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি সম্প্রতি তার ‘জন সুরাজ’ প্রচার অভিযানকে ফের একবার শুরু করেন। সম্প্রতি পিকে-র লিগামেন্টের আঘাতের ফলে এই অভিযান বেশ কিছু দিন বন্ধ ছিল।

pk

সাংবাদিকরা ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে পিকেকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা খুব একটা সহজ কাজ হবে বিজেপির জন্য। কিছু মানুষ মনে করতেই পারেন এটা খুবই সহজ, কিন্তু আদতে তা নয়। তবে বিগত 20-25 বছর ধরে বিজেপির ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই অভিন্ন দেওয়ানি বিধি।’

পিকে আরও বলেন, ‘এই অভিন্ন সিভিল কোড ভারতের জনগণের একটি খুব বড় অংশকে সরাসরি প্রভাবিত করবে। অতএব, এর পরিণতি, ভাল বা খারাপ দুই হতে পারে। তবে বিজেপির অন্য দুটি মূল এজেন্ডার থেকে এর প্রভাব অনেক বেশি পড়বে সাধারণ মানুষের উপর।’

এদিকে বিরোধীদের দাবি, আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িকভাবে ভোটারদের মেরুকরণের জন্য বিজেপি এই ইস্যুটি উত্থাপন করছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রশান্ত কিশোর বলেন, ‘খুব বেশি না ভেবে আমি সরাসরি বলতে চাই দেশের প্রতিষ্ঠাতা বা সংঘের মতাদর্শীরা কেউই এর পক্ষে ছিলেন না। তাঁদের তেমন কোনও ইচ্ছা ছিল না দেশের উপর একজাতীয়তা আরোপ করার উপর।’ এক দেশ এক আইন মূলত বিজেপির মস্তিষ্ক প্রসূত বলেই দাবি প্রশান্ত কিশোরের।

Sudipto

সম্পর্কিত খবর