বড় খবর: এবার পুরো দুনিয়া দেখবে ভারতীয় সেনার শৌর্য, নরেন্দ্র মোদি করলেন উদ্বোধন !

ফেব্রুয়ারিতে  উত্তর প্রদেশের লখনঊ তে  প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ডিফেন্স এক্সপ’–২০২০৷ কিছুদিন আগেই লক্ষ্ণৌত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একসাথে  আয়োজন করা এক সংবাদ মেলত এই কথা ঘোষণা করে৷মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে এই ডিফেন্স এক্সপো প্রস্তুতি চলছে জোরকদমে৷

modi 4

 

 

উত্তর  প্রদেশ এক্সপ’ অনুষ্ঠিত করার  আয়োজন করার কথা ভাবা হয় অনেক দিন আগে থেকেই । এর আগের বছরেও এই রকম অনুস্টহানের আয়োজন করা হয়েছিল। আশা করা হচ্ছে এই প্রোগ্রামে সবাই একটা অন্যরকম ইতিহাসের সাক্ষি হতে চলেছেন । দেশের কাছে এটি যে কতখানি গর্বের বিষয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই এখন অপেক্ষা এই বিশেষ দিনের।

সম্পর্কিত খবর