প্রকাশিত হল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপবিন্যাস, সহজ গ্রুপে রিয়াল মাদ্রিদ, ফের মুখোমুখি বার্সা ও বায়ার্ন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ প্রকাশিত হলো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের বিন্যাস। বৃহস্পতিবার তুরস্কের ইস্তানবুল শহরে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ১৯ বছরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের অংশ হবেন না এই টুর্নামেন্টের সবচেয়ে শ্রেষ্ঠ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দল ম্যানচেস্টার ইউনাইটেড এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্যে কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু ফুটবল কারো জন্য থেমে থাকে না তাই নিজস্ব নিয়মে বেশকিছু গুরুত্বপূর্ণ এবং আকর্ষক ম্যাচ গ্রুপ পর্বে আমাদের উপহার দিতে চলেছে ২০২২-২৩ মরশুমের ইউসিএল। প্রথমেই গ্রুপ বিন্যাসের চিত্রটি আপনাদের সকলের সামনে তুলে ধরা হলো….

ucl draw

ছবিটি দেখে আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে বায়ার্ন মিউনিখ, এফসি বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন সম্বলিত গ্রুপ ‘সি’ হচ্ছে এই মরশুমের “গ্রুপ অফ ডেথ”। দুটি করে টিম নক-আউট পর্যায়ের জন্য প্রতিটি গ্রুপ থেকে কোয়ালিফাই করবে. কিন্তু গ্রূপ সি দেখে এখনই একেবারেই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কোন দুটি দল পরবর্তী পর্যায়ে জন্য যোগ্যতা অর্জন করতে পারবে আর কোন দলটিই বা ছিটকে যাবে বা কোন দলটি গ্রূপে তিন নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে যাবে। গত দুই মরশুম মিলিয়ে ৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে এফসি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। সেই ৩ ম্যাচে বায়ার্নের কাছে ১৪ গোল খেয়েছে বার্সা। ২০২০-তে করোনা বিধ্বস্ত মরশুমের নক-আউটে (কোয়ার্টার ফাইনাল) তাদের হারতে হয়েছিল ২-৮ ফলে। এবার তার বদলা নেওয়ার সুযোগ রয়েছে বার্সেলোনার সামনে।

এছাড়া তিনজন তারকা ফুটবলার চলতি মরশুমে নতুন ক্লাবে যোগ দেওয়ার পরই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পুরনো ক্লাবের মুখোমুখি হবেন। গ্রুপ এইচে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা “দি মারিয়া” নিজের প্রাক্তন ক্লাব ‘প্যারিস সেইন্ট-জার্মেইনে’ মেসি-নেইমারদের মুখোমুখি হবেন সেই ক্লাব ছাড়ার তিন মাস পরেই। একইভাবে গ্রুপ জি-তে ম্যানচেস্টার সিটির নতুন তারকা ফরোয়ার্ড এরলিং হাল‍্যান্ড নিজের পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবেন। কিরকম ভাবে গ্রুপ অফ ডেথের এফসি বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি নিজের সদ্য ছেড়ে আসা ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবেন এই মরশুমে।

গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রয়েছে গ্রুপ এফে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লেইপিজিগ, ইউক্রেনের ক্লাব শাখতার ডনেস্ক এবং স্কটল্যান্ডের সেলটিক। এই বিন্যাস অনুষ্ঠান শেষ হওয়ার পরই রিয়েল মাদ্রিদ এর সেন্টার ফরোয়ার্ড করিম বেনজেমা এবং রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তির হাতে তুলে দেওয়া হয় গত মরশুমে ইউয়েফা নির্বাচিত সেরা ফুটবলার এবং সেরা কোচের পুরস্কার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর