বাংলা হান্ট ডেস্ক:মহারাষ্ট্রের যাবতীয় নাটকের যবনিকা পতন হচ্ছে 28 নভেম্বরেই। অবশেষে আশা পূরণ হচ্ছে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের। যদিও শনিবার সকালে সেই আশায় জল ঢেলেছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। অজিত পাওয়ারের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। তবে অবশেষে ধোপে টেকেনি অজিত-দেবেন্দ্র জোট।
উদ্ভবের জেদ ও চ্যালেঞ্জের কাছে পরাস্ত হতেই হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আজ অর্থাত্ বুধবার বিকেল অবধি সংখ্যাগরিষ্ঠতা প্রমানের দিনক্ষণ ধার্য হয়েছিল, কিন্তু তার আগেই সব নাটকের অবসান হয়েছে মঙ্গলবারই, তাই আজ বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন উদ্ধব ঠাকরে।
এনসিপি শিবসেনা ও কংগ্রেস এই তিন জোটের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিবসেনা প্রধান তথা বাল ঠাকরে পরিবারের অন্যতম সদস্য উদ্ধব ঠাকরে। তবে শিবসেনার তরফে মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরে শপথ গ্রহণের অনুষ্ঠানে কি শাহ এবং মোদীকে রাখা হবে?
এই প্রশ্নের উত্তরে শিবসেনার তরফে জানানো হয়েছে উদ্ধবের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রধান অমিত শাহকে ডাকা হচ্ছে। যদিও শাহ এবং মোদী উপস্থিত থাকবেন কি না? সে বিষয়ে এখনও নিশ্চয়তা নেই তবে নিয়মরক্ষার খাতিরে যতই আজ বিরোধী শিবির হয়ে যাক না কেন আমন্ত্রণ জানাতে রাজি শিবসেনা।
উল্লেখ্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে বুধবার বিকেলে আস্থা ভোটের নির্দেশ দেওয়া হলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারার জন্যই একপ্রকার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদ থেকে দেবেন্দ্র ও অজিত পাওয়ার ইস্তফা দেন। আর তার পরেই শিব সেনার রাস্তা পরিষ্কার হয়ে যায়।
এনসিপি এবং কংগ্রেস কে নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে শিব সেনা । অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় শিবসেনা এনসিপি ও কংগ্রেসের নেতাদের মধ্যে বৈঠকের পর পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় উদ্ধব ঠাকরেকে, 1 ডিসেম্বর তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল কিন্তু শেষ অবধি দিন ক্ষণ এগিয়ে নিয়ে এসে বুধবার অর্থাত্ 28 তারিখ করা হয়।