রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া জারি, ফাঁকা আসন পূরণে শুরু হয়েছে সরাসরি আবেদন গ্রহণ

Published on:

Published on:

UG Admissions opportunities are available for vacant seats in various colleges

বাংলা হান্ট ডেস্ক: পড়ুয়াদের জন্য হাহাকার। প্রায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা কলেজ গুলিতে। কারণ দুধ অফার কাউন্সিলিং এর পরও কলকাতার কলেজ গুলিতে স্নাতকস্তরের আসন ফাঁকা রয়েছে ৫০-৬০%। আর এই আসন পূরণের দায়িত্ব এবার সরাসরি কর্তৃপক্ষ তুলে দিলো উচ্চ শিক্ষা দফতরের হাতে। কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে প্রথম দুই দফার ভর্তির পর যে আসন গুলি খালি রয়েছে সেগুলিতে ভর্তি করানো হবে ডিসেন্ট্রালাইডের প্রক্রিয়া।

বিভিন্ন কলেজে ফাঁকা আসনে চলছে সরাসরি ভর্তির সুযোগ (UG Admission)

আর এই প্রক্রিয়া ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। ইতিমধ্যে আশুতোষ কলেজ সহ শহরের একাধিক কলেজ নিজেদের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আশুতোষ কলেজে মোট ৩৩৩০ প্লিজ নাটক আসনের মধ্যে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া প্রায় হয়েছে ১৪০০ জন (UG Admission)।

UG Admissions opportunities are available for vacant seats in various colleges

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে নিয়মিত খেতে হবে এই খাবারগুলি, চিকিৎসকদের মতামত

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মানষ কবি জানিয়েছেন, প্রথাগত সাধারনত ডিগ্রি কোর্সে আগ্রহ ক্রমশ কমছে কয়েক বছর ধরে। এখন ছাত্র-ছাত্রীরা পেশাদার কোর্সের দিকে বেশি ঝুঁকছে। যার কারনে অনেক আসন খালি থাকছে। শুধুমাত্র যে আশুতোষ কলেজে এরকম ছবি রয়েছে তা নয়। প্রতিটি কলেজেই এই একই ছবি।

এর ফলে এই বছর প্রতিবারের মতন রাজ্য জুড়ে অভিন্ন পোর্টাল চালু হয়েছে জুন মাস থেকে। প্রথম দফায় ১৮ জুন থেকে শুরু হয় এই নাম নথিভুক্ত করুন। এরপর দুই ধাপের কাউন্সিলিং মিলিয়ে মোট ৪ লক্ষ ২১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। যদিও গত বছরের তুলনায় এই সংখ্যা অনেকটাই কম।

অন্যতম নামি মহিলা সরকারি কলেজ হল লেডি ব্রাবোর্ন। সরকারের নির্দেশ মেনে ১২ অক্টোবর মধ্যরাত থেকে তারা তাদের নিজস্ব পোর্টালে এই ভর্তি প্রক্রিয়ায় শুরু করেন। সেখানে প্রথমে ১০ ঘণ্টায় প্রায় ২০০টি মতো আবেদন জমা পড়েছে বলে জানাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। আবেদন করা যাবে ১৬ অক্টোবর পর্যন্ত। এই কলেজে প্রায় ৬৩৫টি আসন রয়েছে। এখনও পর্যন্ত ভর্তি হয়েছেন ৩০০ ছাত্রী। ফাঁকা রয়েছে প্রায় ৫০ শতাংশ আসন। এই ছাত্র ছাত্রী সংখ্যা কমে যাওয়ার বিষয় শিক্ষকমহলের একাংশ দাবি করেছেন, যে সমস্ত কোর্সে পড়াশোনা করার পর সহজে চাকরি পাওয়া যায়, সেখানেই আগ্রহ বেশি পড়ুয়াদের। যেমন ইংরেজি, মাইক্রোবায়োলজি, ভূগোল, বাণিজ্য ইত্যাদি। গত কয়েক বছরে বাংলা, ইতিহাস, অর্থনীতি বা পদার্থবিদ্যা, রসায়নের মতো বিষয়ে আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা (UG Admission)।