বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার জনসাধারণের উদ্দেশ্যে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেশ কয়েকটি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করেছে। জানা গিয়েছে, প্রতিষ্ঠানটির তরফে ইউজিসি অ্যাক্ট লঙ্ঘন করে ডিগ্রি, কোর্সের সুযোগ দেওয়া হয়েছে।
ইউজিসি অ্যাক্ট অনুযায়ী, শুধুমাত্র কেন্দ্রীয়, প্রাদেশিক বা রাজ্যের আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং বেশকিছু অনুমোদনপ্রাপ্ত স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদানের অনুমতি দেওয়া হয়। ইউজিসি তরফে নোটিশে বলা হয়েছে,“এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সতর্ক করা হচ্ছে যে, তারা যেন উল্লিখিত প্রতিষ্ঠানগুলোতে ভর্তি না হন বা যোগাযোগ না রাখেন।”
এছাড়াও বৃহস্পতিবার, ইউজিসি ২১ টি জাল বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা জারি করেছে যা নয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত। এই প্রতিষ্ঠানগুলির মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলি হল চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।
ভুয়া বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হল:
দিল্লিতে ভুয়া বিশ্ববিদ্যালয়
1. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস
2. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড
3. জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, দিল্লি
4. ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি
5. এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি,
6. ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নতুন দিল্লি
7. স্ব-কর্মসংস্থানের জন্য বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি,
8. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়
কর্ণাটকে নকল বিশ্ববিদ্যালয়
9. বদগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, গোকালক বেলগাঁও (কর্নাটক)
10. কেরালায় নকল বিশ্ববিদ্যালয়
10. সেন্ট জনস ইউনিভার্সিটি, কিষাণত্তম। কেরালা
মহারাষ্ট্রে নকল বিশ্ববিদ্যালয়
11. আমি আমি এল. রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর
পশ্চিমবঙ্গে ভুয়ো বিশ্ববিদ্যালয়
12. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, 80, চৌরঙ্গী রোড, কলকাতা -20
13. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, 8-এ ডায়মন্ড হারবার রোড বিল্টটেক ইন, ২য় তলা, ঠাকুরপুকুর, কলকাতা- 700 063
উত্তরপ্রদেশে নকল বিশ্ববিদ্যালয়
14 গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ (ইউপি)
15. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর
16. নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয় (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), আচলতাল,আলিগড় (ইউপি)
17. ভারতীয় শিক্ষা পরিষদ, ভারত ভবন, ত্বাতিয়ারি চিনহাট, ফৈজাবাদ রোড, লখনউ, উত্তরপ্রদেশ।
ওড়িশায় নকল বিশ্ববিদ্যালয়
18. নবভারত শিক্ষা পরিষদ, অনুপূর্ণা ভবন, প্লট নং
19. উত্তর উড়িষ্যা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি রোড বারিপাদা,
20. শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, নং।
অন্ধ্রপ্রদেশে নকল বিশ্ববিদ্যালয়
21. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমদ ইউনিভার্সিটি।
এই ভুয়ো, অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির নিয়ম মেনে না চলায় পড়ুয়াদের ডিগ্রি বা শংসাপত্র বিশ্ববিদ্যালয়গুলি দিতে পারবে না বলেও ইউজিসির তরফে জানানো হয়েছে।