ক্রেডিট কার্ডের মতো হবে আপনার আধার কার্ড, খরচ মাত্র ৫০ টাকা! বড় ঘোষণা UIDAI-র

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি বাজার থেকে কেনা পিভিসি এবং প্রিন্টেড আধার কার্ডের ব্যাপারে সতর্ক করেছিল ইউআইডিএআই (UIDAI)। সেই নির্দেশিকায় বলা হয়েছিল বাজারে ভুয়ো আধারকার্ড তৈরি করছে প্রতারকরা। তাই বাজার থেকে কেনা আধারকার্ডকে অবৈধ ঘোষণা করা হতে পারে। একমাত্র ইউআইডিএআই থেকে পাওয়া আধার কার্ডকেই বৈধ হিসেবে গণ্য করা হবে। এবার বাড়ি বসেই কীভাবে বৈধ পিভিসি আধারকার্ড পাওয়া সম্ভব সেকথাই জানালো আধারকার্ড প্রদানকারী সংস্থা।

বর্তমান সময়ে ভারতবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধারকার্ড। এবার শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করেই আপনি বাড়ির সবার জন্য অর্ডার করতে পারবেন পিভিসি আধারকার্ড। ইউআইডিএআই জানিয়েছে এখন একটি নাম্বার থেকেই একাধিক আধারকার্ড অর্ডারের ওটিপি পাওয়া যাবে। পুরো প্রক্রিয়াটির জন্য খরচ হবে কার্ডপিছু ৫০ টাকা। যে সমস্ত ব্যক্তির মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিংক করা নেই তাঁরা লিংক না করা নম্বর থেকেও অর্ডার করতে পারবেন।

বাড়ি বসেই কীভাবে পরিবারের সবার জন্য মিলবে আধারকার্ড, জেনে নিন

১.আধারকার্ড অর্ডার করার জন্য আপনাকে প্রথমে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in/genricPVC তে লগ ইন করতে হবে।
২.এরপর সেখানে নিজের আধার নম্বর দিতে হবে।
৩.ক্যাপচা টাইপ করতে হবে।
৪.’সেন্ড ওটিপি’ বোতামটিতে ক্লিক করতে হবে।
৫.ওটিপি লিখে টার্মস অ্যান্ড কন্ডিশনস এর বাক্সে টিক দিতে হবে।
৬.ওটিপি ভেরিফিকেশন সম্পুর্ন করতে সাবমিট বোতামে ক্লিক করুন।
৭.এরপর আধার কার্ডটি আপনার কম্পিউটারে দেখতে পাবেন।
৮. পেমেন্ট অপিশানে ক্লিক করে পেমেন্ট করতে হবে।
৯.আপনার ডিজিট্যাল সাক্ষর সমেত পেমেন্টের বিলের প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন। এরপর এসএমএস মারফত আপনি একটি ট্র‍্যাকিং আইডি পাবেন সেটি আপনার আধার কার্ডের স্টেটাস দেখতে আপনাকে সাহায্য করবে।

blue aadhar card

ইউআইডিএআই এর এহেন ঘোষণার পর তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তাঁদের মতে লিংকড নয় এমন ফোন নাম্বার দিয়ে আবার কার্ড অর্ডার করা গেলে এর সুযোগ নেবে প্রতারকরা। ফলে সাধারণ মানুষকে বিপদে পড়তে হতে পারে। তবে এই ব্যাপারে দেশবাসীকে নিশ্চিন্ত করেছে আধার কার্ড প্রদানকারী সংস্থা। তারা জানিয়েছে যে কোনো নাম্বার থেকে অর্ডার করা হলেও কার্ডটি ডেলিভারি করা হবে শুধুমাত্র রেজিস্টার্ড ঠিকানাতেই। তাই জালিয়াতি বা প্রতারণার কোনোই সম্ভাবনা থাকছে না আর।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর