বাংলাহান্ট ডেস্ক: বহুদিন ধরেই অভিযোগ উঠছিল, দেশে বিপুল সংখ্যক মৃত মানুষের আধার (Aadhaar Card) এখনও সক্রিয় রয়েছে। সেই সক্রিয় আধার নম্বর ব্যবহার করে বিভিন্ন পরিষেবায় জটিলতা তৈরি হচ্ছে, এমনকি অপব্যবহারেরও আশঙ্কা দেখা দিচ্ছে। শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিল UIDAI। কেন্দ্রীয় সরকারের তরফে বুধবার জানানো হয়েছে, একযোগে ২ কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে, যেগুলির মালিকেরা সকলেই মৃত। সরকারের হাতে থাকা তথ্যকে স্বচ্ছ করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
একযোগে ২ কোটি আধার কার্ড (Aadhaar Card) বাতিল করল UIDAI
কেন্দ্রীয় রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক মৃত ব্যক্তিদের যে তালিকা পাঠিয়েছে, সেটির সঙ্গে মিলিয়েই এই বিশাল সংখ্যার নিষ্ক্রিয় আধারের (Aadhaar Card) তালিকা তৈরি করা হয়েছে। UIDAI স্পষ্ট জানিয়েছে, কোনও জীবিত ব্যক্তির আধার কার্ড বাতিল হয়নি। শুধুমাত্র যাঁরা বহু বছর আগে মারা গিয়েছেন, অথচ তাঁদের আধার এখনও সিস্টেমে সক্রিয় ছিল, সেগুলিই এবার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কারণ মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে তা আর্থিক কারচুপি, ভুয়ো পরিচয় ব্যবহার বা তছরুপের কাজে লাগতে পারে—এই আশঙ্কাই মূলত এই উদ্যোগের পথে হাঁটার কারণ।
আরও পড়ুন: রামমন্দিরে ধ্বজা উত্তোলনের সমালোচনা পাকিস্তানের! মোক্ষম জবাব দিয়ে কী জানাল ভারত?
সরকার জানিয়েছে, মৃত ব্যক্তিদের সক্রিয় আধার (Aadhaar Card) চিহ্নিত করতে সাধারণ নাগরিকদেরও সহযোগিতা চাওয়া হচ্ছে। myAadhaar অ্যাপের মাধ্যমে নাগরিকেরা মৃত আত্মীয়ের তথ্য UIDAI-কে জানাতে পারেন। এতে প্রকৃত ডেটাবেস হালনাগাদ হওয়া সহজ হবে এবং সক্রিয় আধারগুলির মধ্যে কোনও মৃত ব্যক্তির নম্বর থেকে গেলে তা দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব হবে। আধার ব্যবহারের ব্যাপকতার কারণে এই কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্র।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—২ কোটির বেশি আধার (Aadhaar Card) নিষ্ক্রিয় হওয়ার পরও কত মৃত ব্যক্তির আধার এখনও সক্রিয় রয়েছে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরটিআইয়ের জবাবে UIDAI জানিয়েছিল, ২০১১ সালের পর গত ১১ বছরে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। এবার কেন্দ্র ২ কোটির কাছাকাছি নতুন নিষ্ক্রিয় আধারের সংখ্যা ঘোষণা করায় বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ডেটা হালনাগাদে বড়সড় ঘাটতি ছিল।

আরও পড়ুন: যুগোপযোগী ব্যবসায়িক আইডিয়া! মাত্র ১০ মাসেই ১০.৫ কোটির কোম্পানি দাঁড় করালেন রিতেশ-কাজল
বর্তমানে আধার যদিও নাগরিকত্বের নথি হিসেবে গণ্য হয় না, তবুও সরকারি পরিষেবা থেকে শুরু করে নানান গুরুত্বপূর্ণ নথি তৈরির ক্ষেত্রে আধার (Aadhaar Card) আবশ্যক হয়ে উঠেছে। ফলে মৃত ব্যক্তিদের সক্রিয় আধার ব্যবহার করে ভুয়ো সুবিধা নেওয়া, আর্থিক প্রতারণা বা পরিচয়ের অপব্যবহারের আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে UIDAI-এর এই নিষ্ক্রিয়করণ পদক্ষেপ তথ্যভাণ্ডারকে সঠিক রাখার পাশাপাশি অপব্যবহার ঠেকাতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।












