হয়ে যান সতর্ক! আধার কার্ড সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন করল UIDAI, দুর্ভোগ এড়াতে এখনই জানুন

Published on:

Published on:

UIDAI made changes on Aadhaar Card update.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ফের আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন করা হল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ২০২৫ সালে আধার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে, যার প্রভাব পড়বে দেশের একশো কোটিরও বেশি নাগরিকের উপর। নতুন নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ থেকে আধার আপডেট করার ফি বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে নাম, ঠিকানা, জন্মতারিখ বা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য ৫০ টাকা দিতে হত, এখন থেকে দিতে হবে ৭৫ টাকা। একইভাবে, বায়োমেট্রিক আপডেট— যেমন আঙুলের ছাপ, আইরিস বা ছবি পরিবর্তনের জন্য ফি বেড়ে হয়েছে ১২৫ টাকা, যা আগে ১০০ টাকা ছিল। UIDAI জানিয়েছে, সার্ভিসের মান উন্নয়ন ও প্রযুক্তিগত ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন ফি কাঠামো ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন UIDAI-এর

তবে শিশুদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। UIDAI জানিয়েছে, ৭ থেকে ১৫ বছর বয়সি শিশুদের ফিংগারপ্রিন্ট এবং আইরিস স্ক্যান আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আগে এর জন্যও ফি দিতে হত। কর্তৃপক্ষের মতে, শিশুদের মুখমণ্ডল ও বায়োমেট্রিক সময়ের সঙ্গে বদলায়, তাই এই আপডেট অত্যন্ত জরুরি। স্কুলগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই প্রক্রিয়ায় সহায়তা করে, এবং কোনও শিশুর আধার (Aadhaar Card) নিষ্ক্রিয় না হয়ে পড়ে।

আরও পড়ুন:৫ বছর পর ফের আকাশপথে জুড়ল ভারত-চিন! সাক্ষী রইল কলকাতা

এছাড়া, জুলাই ২০২৫-এ UIDAI আধার (Aadhaar Card) আপডেট ও নতুন এনরোলমেন্টের জন্য ডকুমেন্টের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। এখন থেকে ভারতীয় নাগরিক, এনআরআই, ওসিআই কার্ডধারী এবং হিন্দু অবিভক্ত পরিবার (HUF)-এর জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। UIDAI স্পষ্ট জানিয়েছে, একজন ব্যক্তির শুধুমাত্র একটি আধার নম্বর থাকতে পারবে। যদি কারও কাছে একাধিক আধার পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। UIDAI নাগরিকদের ১৪ জুন ২০২৫ পর্যন্ত ফ্রি অনলাইন আপডেটের সুবিধা দিয়েছিল। কিন্তু সেই সময়সীমা এখন শেষ। এখন থেকে যেকোনো আপডেটের জন্য নির্ধারিত ফি দিতে হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে সীমিত সময়ের জন্য আবারও ফ্রি আপডেট সুবিধা চালু হতে পারে, তাই নিয়মিত UIDAI-র ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে ১ নভেম্বর ২০২৫ থেকে। সেদিন থেকে সম্পূর্ণ ডিজিটাল আপডেট সিস্টেম চালু করতে চলেছে UIDAI। এই নতুন ব্যবস্থায় আধার কার্ডধারীরা (Aadhaar Card) নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ ও মোবাইল নম্বরের মতো তথ্য অনলাইনে আপডেট করতে পারবেন। অর্থাৎ, এখন আর ছোটখাটো সংশোধনের জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে না। সরকারি ডাটাবেসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করা হবে— কোনো নথি আপলোড বা ম্যানুয়াল যাচাইয়ের প্রয়োজন হবে না।

UIDAI made changes on Aadhaar Card update.

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি হল কড়া নির্দেশিকা

UIDAI-এর এই পদক্ষেপ বিশেষ করে গ্রামীণ ও ছোট শহরের মানুষের জন্য বড় সুবিধা এনে দেবে। আগে যেখানে আপডেটের জন্য দীর্ঘ লাইন দিতে হত, এখন তা ঘরে বসেই সম্পন্ন হবে myAadhaar পোর্টাল বা UIDAI অ্যাপের মাধ্যমে OTP ভেরিফিকেশনের সাহায্যে। তবে বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে এখনও আধার (Aadhaar Card) সেবা কেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক থাকবে।

এই নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে UIDAI দেশের নাগরিকদের জন্য আধার (Aadhaar Card) আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করে তুলতে চাইছে— যা আধার ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।