নিশীথের বাড়ি ঘেরাও অভিযানের মাঝেই বড় ঝটকা! BJP-তে যোগ দিলেন মন্ত্রী উদয়নের ভাগ্নি

বাংলাহান্ট ডেস্ক : রাজনীতি তার রক্তে। মনে মনে বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হলেও এতদিন পর্যন্ত সরাসরি পা রাখেনি রাজনীতির আঙিনায়। কিন্তু কোচবিহারে যখন শাসক এবং বিরোধীদ্বন্দ চরমে উঠেছে ঠিক তখনই রাজনীতির মঞ্চে প্রবেশ করলেন উদয়ন ভাগ্নী। মামার উদয়ন গুহর (Udayan Guha) ‘সাবধান বাণী’কে থোড়াই কেয়ার করেই গেরুয়া শিবিরে (Bharatiya Janata Party) নাম লেখালেন উজ্জ্বয়িনী রায় (Ujjayini Roy)।

রবিবার সকালে তৃণমূল যখন নিশীথের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচি করছে তখনই ভাগ্নি উজ্জ্বয়িনী বিজেপিতে যোগ দিলেন। আর একথাও স্পষ্ট করে জানিয়ে দিলেন, নিশীথের সহযোগিতাতেই তার এই সিদ্ধান্ত গ্রহণ। তাঁর কথায়, ‘‘মাননীয় সাংসদ নিশীথ প্রামাণিকের সহযোগিতায় বিজেপিতে যোগ দিলাম। নরেন্দ্র মোদীর আদর্শ পালন করে সবার সমর্থনে আমি এই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সকলে আমায় সহযোগিতা করবেন।’’

উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মামা উদয়ন গুহ শাসক দলের ডাকসাইটে নেতা। অথচ, ভাগ্নী এক্কেবারে বিপরীতে হাঁটলেন। স্বামীর কর্মসূত্রের কারণে দীর্ঘদিন বাইরে বাইরে থাকলেও উজ্জ্বয়িনী বলেন, উত্তরবঙ্গের মেয়ে হিসাবে এখন সেখানকার উন্নয়নে সামিল হতে চান। তার কথায় ‘‘উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমার মামা। তিনি তাঁর জায়গায় রয়েছেন। আমি নরেন্দ্র মোদীর আদর্শকে মেনে চলতে চাই। আমি সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাই। কাজ করতে চাই।’’

নিশীথ প্রামানিকের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমার থেকে বয়সে অনেক ছোট নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের জন্য অনেক কিছু করেছেন। আমারও ইচ্ছা হল, উত্তরবঙ্গের মেয়ে হয়ে নিজে কিছু করি। সেটা এক মাত্র সম্ভব বিজেপিতে যোগ দিয়ে।’’ এমনকি তিনি এ-ও জানিয়েছেন যে, এ ক্ষেত্রে মামা বাধা হয়ে দাঁড়ালে তিনি ‘অতিক্রম’ করে এগিয়ে যাবেন। একই সঙ্গে উজ্জ্বয়িনীর সংযোজন, ‘‘আমার দাদু অনেক উন্নয়ন করেছেন। ওই সময় যতটা উন্নয়ন হয়েছে, এখন হচ্ছে না। তাই বিজেপিতে যোগদান।’’

bjp flag

এদিকে শাসকদলের দুঁদে নেতা উদয়ন অবশ্য উজ্জ্বয়িনীর বিজেপিতে যোগদান নিয়ে ভাবতে নারাজ। তিনি বলেন, ‘‘বলার কিছু নেই। আর ১০ জন মহিলা যোগ দিলে যেমন প্রতিক্রিয়া হবে যে, বিজেপিতে না যাওয়াই ভাল, এ ক্ষেত্রেও তা-ই বলব। বলব, বিজেপিতে না গেলেই পারতেন!’’ উদয়নের কথায়, ‘‘কখনও সামনে দেখা হলে বলব বয়স অল্প, দেখতেও ভাল। বিজেপির বিষয়ে যেন সাবধান থাকেন। নিশীথ প্রামাণিকের কাজে অনুপ্রাণিত হওয়া বিপদের বিষয়। দেখা হলে সাবধান করে দেব।’’

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর