বাংলা হান্ট ডেস্কঃ উজ্জ্বলা যোজনায় (Ujjwala Yojana) বিনামূল্যে গ্যাস সংযোগ পাওয়ার আশায় বহু মানুষ আবেদন করছেন। কিন্তু অনেকেই জানেন না, আবেদনপত্র জমা দেওয়ার পরও কয়েকটি জরুরি ধাপ বাকি থাকে। এই ধাপগুলো সময়মতো না করলে আপনার গ্যাস সংযোগ হাতে পেতেই দেরি হতে পারে। সোর্স তথ্যের ভিত্তিতে আজ আমরা জানব আবেদন জমা দেওয়ার পর কী করবেন, কীভাবে বায়োমেট্রিক করবেন এবং বাড়িতে বসে কীভাবে স্ট্যাটাস চেক করবেন। আসুন জেনে নিন সব কিছু বিস্তারিত ভাবে।
নথি জমা দেওয়ার পর কী কী করবেন?
অনলাইনে নথিপত্র আপলোড করে আবেদন সাবমিট করার পরই মূল কাজ শুরু হয়। সোর্স অনুযায়ী, এই পর্যায়ে সবচেয়ে জরুরি বিষয় গুলো হল –
ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ : আপনার নির্বাচিত গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে যোগাযোগ করতে হবে। অনলাইন আবেদন গৃহীত হলেও ডিস্ট্রিবিউটারের দ্বারা ভেরিফিকেশন সম্পন্ন না হলে প্রক্রিয়া এগোয় না।
বায়োমেট্রিক অথেন্টিকেশন অপরিহার্য : ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এই ধাপটি বাধ্যতামূলক। এটি না করলে আপনার গ্যাস সংযোগ চূড়ান্ত অনুমোদন পাবে না। তাই আবেদন সাবমিট করার পর দেরি না করে বায়োমেট্রিক সম্পন্ন করাই বাঞ্ছনীয়।
বাড়িতে বসে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) স্ট্যাটাস কীভাবে দেখবেন?
আবেদন ও বায়োমেট্রিক করার পর আপনার সংযোগ কোথায় পৌঁছেছে, তা জানার জন্য বারবার অফিসে যাওয়ার দরকার নেই। সোর্স অনুযায়ী, ভারত গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে খুব সহজেই পুরো স্ট্যাটাস দেখা যায়।
- স্ট্যাটাস চেকের ধাপগুলো হল –
- প্রথমে ভারত গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- সেখানে ‘Check Status’ অপশনটি সিলেক্ট করুন।
- আপনার Request ID এবং Date of Birth সঠিকভাবে দিন।
- সার্চ করলে স্ক্রিনেই দেখাবে আপনার আবেদন কোন পর্যায়ে আছে।

আরও পড়ুনঃ ‘মানবিক দিক দেখুন’, সোনালি প্রসঙ্গে কেন্দ্র-রাজ্যকে কড়া ইঙ্গিত সুপ্রিম কোর্টের
সরকারের এই উদ্যোগে (Ujjwala Yojana) সাধারণ মানুষ এখন ঘরে বসেই উজ্জ্বলা গ্যাস সংযোগের আবেদন ও তদারকি করতে পারছেন। এই যোজনায় স্পষ্ট বলা হয়েছে যে, সময়মতো বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং নিয়মিত স্ট্যাটাস চেক করলে খুব দ্রুতই সংযোগ মিলবে। এই প্রযুক্তির ব্যবহার যেমন সময় বাঁচাচ্ছে, তেমনি স্বচ্ছতাও বজায় রাখছে।












