বিজয় মালিয়ার ভারতে প্রত্যর্পণ নিয়ে UK হাই কমিশনের বড় বয়ান!

বাংলা হান্ট ডেস্কঃ মদ ব্যবসায়ী তথা কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার (Vijay Mallya) আবেদনকে ব্রিটেনের হাইকোর্ট বুধবার খারিজ করে দেয়। হাইকোর্ট থেকে পাওয়া এই ঝটকার পর আশা করা যাচ্ছিল যে, কিছুদিনের মধ্যেই মালিয়াকে ভারতে ফেরত আনা হবে। কারণ এবার ওনার কাছে আর কোন আইনি বিকল্প মজুত নেই।

যদিও বিজয় মালিয়ার প্রত্যর্পণ নিয়ে ব্রিটেনের হাই কমিশন জানিয়েছে যে, এখনো পর্যন্ত আইনি ইস্যু গুলোর সমাধান করা বাকি। আর ব্রিটেনের হাই কমিশনের এই বয়ানের পর বিজয় মালিয়াকে ভারতের ফিরিয়ে আনার আশাতে বড়সড় ব্রেক লাগল।

উল্লেখ্য, লন্ডনের হাইকোর্ট বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার অনুমতি খারিজ করে দিয়েছে। গত মাসে UK হাইকোর্ট বিজয় মালিয়ার প্রত্যর্পণের বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করে দিয়ছিল। এরপর বিজয় মালিয়ার কাছে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করার অনুমতি নেওয়ার পিটিশনের জন্য ১৪ দিনের সময় ছিল।

লন্ডন হাইকোর্ট গত মাসের ২০ এপ্রিল রায় ঘোষণা করেছিল। হাইকোর্ট আদেশে বলেছিল যে, বিজয় মালিয়া ভারতের ব্যাংক গুলোর সাথে প্রতারণা করেছে, আর ওনাকে ভারতে প্রত্যর্পণ করা উচিৎ। সেই সময় মালিয়া লোয়ার কোর্ট ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের প্রত্যর্পণের আদেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু সেখানে মালিয়া বড়সড় ঝটকা খেয়েছিল।

কাল কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল যে, মালিয়াকে খুব শীঘ্রই দেশে আনা হতে পারে। কিন্তু এবার ব্রিটেনের হাই কমিশনের বিবৃতি সেই আশায় জল ঢেলে দিলো।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর