বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তান (afghanistan) দখল নিয়েছে তালিবানরা (taliban)। কিন্তু তালিবানদের এই দৌরাত্ম্যকে কিছুতেই ভালো ভাবে নিচ্ছে না ব্রিটেন (uk)। ব্রিটেনের বিদেশষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, তালিবানদের জবাব দিতে সবরকমভাবে প্রস্তুত ব্রিটেন, যোগ্য জবাব দেবে ব্রিটেন।
জবাব দেওয়ার পথ ইতিমধ্যেই বের করে ফেলেছেন ব্রিটেনের বিদেশষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘আফগানিস্তানের আধিকারিক উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়া যেতে পারে। এটা একটা ভালো উপায় বলে আমার মনে হয়’।
অল্প সময়ের মধ্যে আফগানিস্তানে তালিবানদের দৌরাত্মের বিষয়ে তিনি জানান, ‘তালিবানরা খুব দ্রুতগতিতে আফগানিস্তান ঘিরে ফেলেছে। তালিবানরা যে এতো দ্রুত সমস্তটা দখল করে নেবে, সেটা আশা করা যায়নি। এরকমটা আগে কেউ কখনও দেখেনি। ব্রিটেন যদি জানত ভবিষ্যতে এরকম ভয়ঙ্কর কিছু হতে চলেছে, তাহলে অবশ্যই আগে থাকতে কোন পদক্ষেপ নিত’।
তালিবানদের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে ডমিনিক রাব জানিয়েছেন, ‘গোটা আফগানিস্তান তালিবানদের দখলে যাওয়া সত্ত্বেও, ব্রিটেন কখনই তালিবানদের সঙ্গে কোনরকম সম্পর্ক স্থাপন করবে না। কারণ ইসলামী সংগঠন কখনই মানবাধিকারের মান পূরণ করে না। ব্রিটেন কখনই সরাসরি তালিবানদের সঙ্গে সম্পর্ক করবে না। যদি প্রয়োজন হয়, তাহলে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় তালিবানদের সঙ্গে সম্পর্ক হতে পারে’।
ব্রিটেন বিদেশষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘তালিবানদের কখনই বিশ্বাস করা ঠিক হবে না। তবে বিশ্বনেতাদের একটু আশাবাদী হয়ে ধৈর্য ধরতে হবে। আর দেখতে হবে ক্ষমতায় আসার পর, পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় নিজেদের বদলাতে চায় কি চায় না’।