ভাগ্যের খেলা! অনলাইনে আপেল অর্ডার করে পেয়ে গেলেন iPhone, বেজায় খুশি সেই ক্রেতা

বাংলাহান্ট ডেস্কঃ অনলাইনে ‘নয়’ অর্ডার করে পেয়েছেন ‘ছয়’। এমন অভিযোগ অহরহ শুনতে মেলে। অর্থাৎ একটি জিনিস অর্ডার করলে অন্য জিনিস পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। রান্না ঘরের প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করে, বক্স খুলতেই বেরিয়ে আসা আস্ত সাপ থেকে মোবাইল অর্ডার করে গায়ে মাখা সাবান পাওয়ার ঘটনা সবাই শুনেছে। নিজের পছন্দের জিনিস অর্ডার করলে পরিবর্তে ‘ভুল’ জিনিসের ডেলিভারিতে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছেন অনলাইন ক্রেতারা।

তবে এমনটা কি শুনেছেন, অনলাইনে অতিব সামান্য কিছু অর্ডার করে ডেলিভারি তে যা মিলল তাতে চক্ষু জোড়া চড়ক গাছ হয়ে আনন্দে কাউকে মাতোয়ারা হয়ে উঠতে! সম্প্রতি তেমনই হল। এক ব্যক্তি অনলাইনে কিছু আপেল অর্ডার করেছিলেন। যথারীতি নিকটবর্তী একটি স্টোর থেকে তার ডেলিভারিও হয়। তখন বক্স খুলতেই নিজের আনন্দ আর চেপে রাখতে পারলেন না ওই বছর পঞ্চাশের ব্যক্তি।

আপেল অর্ডার করে তিনি পেলেন অ্যাপেল। মানে ব্র্যান্ড নিউ আইফোন (iPhone)। একেই বলে ভাগ্যের খেলা। ব্রিটেনের বাসিন্দা ওই ৫০ বছর বয়সী নিক জেমস টুইটারে লেখেন ‘আমি আপেল অর্ডার করে পেয়েছি আইফোন, স্বাভাবিক ভাবেই আমার ছেলের আনন্দ বাধ মানছে না’। জানিয়ে দি, ওই ডেলিভারি বক্সেই লেখাছিল আপনার জন্য সারপ্রাইজ লুকিয়ে আছে। তবে সারপ্রাইজটি যে এত বড় হবে তা আশা করেন নি ওই ব্যক্তি।

জানিয়ে দি, ও ব্যক্তি Tesco ওয়েবসাইট থেকে অর্ডারটি করেছিলেন। আর সেই সময়ই ওই অনলাইন সংস্থার তরফে প্রোমোশনাল ক্যাম্পেন চলছিল। যার নাম সুপার সাবস্টিটিউট। এখনও পর্যন্ত ৮০ জন লাকি ক্রেতাকে এই সারপ্রাইজ দিয়েছে সংস্থাটি। অর্থাৎ আপেলের পরিবর্তে অ্যাপেল ডেলিভারি হয়েছে শুনে ভুল বসত তা হয়েছে বলে মনে করার কোনও জো নেই।

সম্পর্কিত খবর