বিদেশের মাটিতেও বাঙালিয়ানার জয়! বিলেতে মহাসমারোহে সম্পন্ন হচ্ছে UKBC-র বার্ষিক আয়োজন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বিদেশে থেকেও বাঙালি সংস্কৃতিকে তাঁরা নিজেদের মধ্যে বেঁধে রেখেছেন আষ্টেপৃষ্ঠে। আর তার উদযাপনেই ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশন (UKBC) চলতি বছর তাদের পঞ্চম বর্ষের মহতী আয়োজন সম্পন্ন করছে। ইংল্যান্ডের (United Kingdom) স্বীকৃত চ্যারিটি অর্গানাইজেশন UKBC তথা ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশন প্রতি বছর নিজেদের বাৎসরিক আয়-ব্যয়ের হিসেব নিয়ে দায়বদ্ধ রয়েছে ইংল্যান্ড সরকারের কাছে।

বিলেতে (United Kingdom) মহাসমারোহে সম্পন্ন হচ্ছে UKBC-র পঞ্চম বর্ষের আয়োজন:

এমতাবস্থায়, কর্মসূত্রে UK (United Kingdom)-তে বসবাস করেও নিজেদের সংস্কৃতি এবং আত্মসম্মানের ছন্দ নিয়ে পথ চলার আনন্দে মেতেছেন ব্রিটেনের বাঙালিরা। এক কথায় বলতে গেলে, নির্ভেজাল বাঙালিয়ানার ওপর ভর করে সেখানে যেন উঠে এসেছে এক টুকরো কলকাতা। এদিকে, বাঙালি যখন রয়েছে তখন জমিয়ে খাওয়া-দাওয়া এবং দেদার আড্ডা যে হবেই তা আর বলার অপেক্ষা রাখে না।

UKBC's fifth annual event is being held in the United Kingdom.

ইউনাইটেড কিংডমের (United Kingdom) পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বিদেশের মাটিতেও বাঙালিয়ানার সংস্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে এই মহতী আয়োজন আরও বিশেষ হয়ে ওঠে। আর এইভাবেই “আমি থেকে আমরা” মন্ত্রে দীক্ষিত হয়ে এগিয়ে চলেছে UKBC। এতকাল বাঙালির মাতামাতি ছিল আমেরিকার বঙ্গ সম্মেলন নিয়ে। কিন্তু, এবার ইংল্যান্ডের বাঙালিরাও দেখিয়ে দিলেন আদতে নিজের সংস্কৃতিকে ভালোবাসলে তাকে উপভোগও করা যায় নিজের মতো করে।

UKBC's fifth annual event is being held in the United Kingdom.

২০১৮-এর ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল সফরের ভাবনা। ২০১৯-এ মিলল ছাড়পত্র। UKBC হয় “আমরা বাঙালি।”২০২১-এ শুরু হয় প্রথম আয়োজন। যা দেখতে দেখতে পদার্পণ করল পঞ্চম বর্ষে। করোনার মতো ভয়াবহ মহামারীর সময়েও সম্পন্ন হয় ভার্চুয়াল অনুষ্ঠান। যেখানে সেই কঠিন সময়ে সমগ্র টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: “শান্তি পুনরুদ্ধারে সহযোগিতা”, পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আগেই মোদীকে ফোন জেলেনস্কির

UKBC's fifth annual event is being held in the United Kingdom.

অনেকেই হয়তো জানতে চান UKBC-র আয়ের উৎস কী? মূলত, স্পনসর থেকে শুরু করে চ্যারিটি, টিকিট ভাড়া আপাতত এগুলিই রয়েছে। আগামী দিনে বিশেষ কিছু পরিকল্পনাও ভাবা হয়েছে। এই বছরের UKBC-র আয়োজন নিয়েও যথেষ্ট উৎসাহী সেখানকার বাঙালিরা। ইংল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিরা বিগত বছরের মতো চলতি বছরেও এই কর্মকাণ্ডকে সফল করে তুলতে সাহায্য করছেন।

UKBC's fifth annual event is being held in the United Kingdom.

লন্ডন, স্কটল্যান্ড, হয়ে এই বছরের ডেস্টিনেশন বার্মিংহাম। কলকাতা থেকে রয়েল কনজারভেটরি বার্মিংহামের (United Kingdom) বঙ্গ সম্মেলনকে গানের তালে মাতাতে আসছেন মনোময় ভট্টাচার্য থেকে শুরু করে ময়ূরী, ত্রিজয়, ঋদ্ধি, অরুণাশীসরা। এছাড়াও, থাকবে ক্ষীর সুধা বুটিকের নজরকাড়া শাড়ি থেকে জুয়েলারি সবই। ৩০ এবং ৩১ অগাস্টের এই অনুষ্ঠানে আপাতত UKBC ইউনিট অত্যন্ত ব্যস্ত। আর এইভাবেই সম্মিলিতভাবে প্রবাসে থেকেও বাংলা এবং বাঙালির আভিজাত্যকে বজায় রেখে নিজের সংস্কৃতির উদযাপন করে চলেছেন সেখানকার বাঙালিরা।

UKBC's fifth annual event is being held in the United Kingdom.