বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন সীমান্তে সেনা এবং পুলিশের বেধড়ক মারধর আটকে পড়া পড়ুয়াদের। সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে উঠে এসেছে এরকমই শিউরে ওঠার মতন দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে, রোমানিয়া এবং পোল্যান্ডের পুলিশ আটকে পড়া ভারতীয় ছাত্র ছাত্রীদের লাথি মারছে এবং চুড়ান্ত মারধর করছে।
একজন ছাত্রের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয়রা ইউক্রেন পোল্যান্ড সীমান্তে বসে রয়েছে। তারা অপেক্ষা করছে কোনও ভাবে দেশে ফিরে আসার। কিন্তু সেই রাস্তার উপর বসে থাকা কালিনই তাদের লাথি মারছে এবং চূড়ান্ত হয়রানি করছে সীমান্ত বাহিনী। আফ্রিকান ছাত্রদের উপর হওয়া অত্যাচারের খবরও উঠে এসেছে বেশ কিছু পোস্টে।
#Ukrainian military assaulting girls at #Ukraine #Poland Border. Indian voice also heard. pic.twitter.com/6URlG9enrj
— IDU (@defencealerts) February 27, 2022
ইউক্রেন পোল্যান্ড সীমান্তের একাধিক ভিডিও পাঠিয়ে পড়ুয়ারা এই অভিযোগ তুলেছে যে ইউক্রেনের সেনা এবং পুলিশ তাদেরকে আবার ইউক্রেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অকথ্য অত্যাচার চালিয়েছে। এমনকি পড়ুয়াদের ভিড়ের মধ্যে সেনার গাড়ি চালিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
মালয়ালি ছাত্রী অ্যাঞ্জেল একটি ভিডিওতে জানান, তাঁকে এবং তাঁর বন্ধুকে নৃশংস ভাবে মারধর করা হয়েছে। একই সঙ্গে ভিড়ের মধ্যে পুলিশ গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলেও জানিয়েছেন তিনি। ওই ভিড়ের মধ্যে যে সমস্ত পড়ুয়া পড়ে গেছিল তাদের জন্য মোটেই ভাবেনি ইউক্রেন সেনা। অ্যাঞ্জেল বলেন, ‘এটি ভয়াবহ! পড়ুয়াদের সঙ্গে কোনও ভাবেই এমন ব্যবহার করতে পারে না ইউক্রেন সরকার এবং সেনা। এই কারণেই আমরা সাহায্য চেয়েছিলাম।’
An Ukrainian security officer kicks Indian students at the border crossing who are escaping the war! What is their fault? pic.twitter.com/SF1vE0IVLL
— Ashok Swain (@ashoswai) February 27, 2022
ছাত্রছাত্রীদের তোলা এহেন অভিযোগে কার্যতউ শিউরে উঠেছেন দেশবাসী। রাশিয়ান আক্রমনের ভয়ে প্রাণ বাঁচাতে বহু বাঙ্কারে লুকিয়ে ছিলেন পড়ুয়ারা। কিন্তু শেষমেশ ঘরে ফেরার পথে যে ইউক্রেনের সেনার হাতে এভাবে নৃশংস ভাবে অত্যাচারিত হতে হবে তাঁদের, যা যেন ভাবতেও পারছেন না কেউ। ঘটনার জেরে তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়েই।