রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের লক্ষ্যে ভারতের ভূমিকায় রয়েছে আস্থা! মোদীকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

Published on:

Published on:

Ukraine-India: Zelenskyy thanks Modi for independence day wish

বাংলাহান্ট ডেস্ক:- রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অবসানে ভারতের (Ukraine-India) ভূমিকা নিয়ে আশাবাদী কিয়েভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের স্বাধীনতা দিবসে ওই দেশের ভবিষ্যৎ শান্তি ও অগ্রগতির বার্তা দিয়ে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। পাল্টা “শান্তি ও আলোচনায়” ভারতের প্রচেষ্টার প্রশংসা করে ইউক্রেন।

ভারতের ভূমিকায় আস্থা কিয়েভের (Ukraine-India)

ইউক্রেনের স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সমাজমাধ্যমে তিনি ভারতের ভূমিকার প্রশংসা করে একটি এক পোস্টে লেখেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কিয়েভ ভরসা করছে ভারতের কূটনৈতিক প্রচেষ্টার উপর। জেলেনস্কির বক্তব্যে উঠে আসে, “এই ভয়াবহ যুদ্ধের অবসান এখন গোটা বিশ্বের চাহিদা। শান্তি ও আলোচনার পথে এগোতে ভারতের মতো দেশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনীতিকে শক্তিশালী করে নেওয়া প্রতিটি পদক্ষেপ শুধু ইউরোপ নয়, ইন্দো-প্যাসিফিক এবং তার বাইরেও স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।”

প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক একদিন পর অর্থাৎ ১৬ আগস্ট পালিত হয় ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই দিন মোদি ইউক্রেনের জনগণকে শান্তি ও অগ্রগতির বার্তা পাঠান। জেলেনস্কিও ১৫ আগস্ট ভারতীয়দের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং একই সঙ্গে যুদ্ধের সমাধানে ভারতের সক্রিয় ভূমিকার উপর আস্থা প্রকাশ করেছিলেন।

Ukraine-India: Zelenskyy thanks Modi for independence day wish

আরও পড়ুন:- সীমান্তে শত্রুকে শায়েস্তা করতে প্রস্তুত ভারতীয় সেনার “তুরুপের তাস”, কোথায় হবে মোতায়েন?

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও পর্যন্ত থামানো সম্ভব হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও দুই দেশের রাষ্ট্রপ্রধান সরাসরি আলোচনায় বসতে রাজি হননি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। কিন্তু তাতে কোনও সমাধান মেলেনি। বৈঠকে পুতিন স্পষ্ট করে জানিয়ে দেন, যুদ্ধবিরতি চাইলে ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চল ছাড়তে হবে। এই শর্ত মানতে একেবারেই রাজি নয় কিয়েভ। অন্যদিকে, ট্রাম্প জানান তিনি দুই দেশের রাষ্ট্রপ্রধানকে সরাসরি আলোচনায় বসানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন:- হত্যালীলা চালিয়ে শোকপ্রকাশ! গাজার হাসপাতালে সাংবাদিক-চিকিৎসক সহ ২০ জনের মৃত্যুতে “দুঃখিত” নেতানিয়াহু

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনেও জেলেনস্কি স্পষ্ট করেছিলেন, তিনি আলোচনায় প্রস্তুত। তবে মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে একেবারেই নারাজ পুতিন। এই অচলাবস্থার মধ্যেই জেলেনস্কি ভারতের প্রতি আস্থা প্রকাশ করায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।