‘সরকারের নির্দেশ মতো…’! হাঁসফাঁস গরমের মধ্যেই পানীয় জল নিয়ে বিরাট সিদ্ধান্ত পুরসভার!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে ভ্যাপসা গরম। প্রখর রোদে একটু দাঁড়ালেই গলা শুকিয়ে যাচ্ছে। তীব্র দাবদাহ গরমে জল (Water) ছাড়া চলছে না মানুষের। এই আবহে বড় সিদ্ধান্ত নিল পুরসভা। সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়া পুরসভার (Uluberia Municipality) তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী সিদ্ধান্ত নিয়েছে পুরসভা (Uluberia Municipality)?

বৈশাখের দাবদাহ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। বিগত কয়েকদিন ধরে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মেলেনি। সকাল হলেই সূর্যের তেজের সঙ্গে বেড়েছে তাপমাত্রা। এই আবহে ভূগর্ভ থেকে জল তোলার কাজ বন্ধ করার নির্দেশ দিল উলুবেড়িয়া পুরসভা। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান।

জানা যাচ্ছে, উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের ফুলেশ্বর বেলতলা অঞ্চলে ঘটনাটি ঘটেছে। সেখানকার একটি আবাসনের বিরুদ্ধে ভূগর্ভ থেকে জল তোলার অভিযোগ উঠেছিল। বেশ কয়েকদিন ধরে ভূগর্ভের জল তোলার জন্য বোরিংয়ের কাজ চলছিল বলে খবর। পুরসভার কানে সেকথা পৌঁছতেই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ কাশ্মীর কাণ্ডে পাকিস্তানকে যোগ্য জবাব! ‘এবার রিয়েল তেরঙ্গা যাত্রা দেখবে কলকাতা’! ঘোষণা শুভেন্দুর

জানা যাচ্ছে, ইতিমধ্যেই পুরসভার নির্দেশ মতো বোরিংয়ের কাজ বন্ধ হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট পুরসভার ভাইস চেয়ারম্যান ইমানুর বলেন, ‘সরকারের নির্দেশ মতো কিছুতেই মাটির নীচের জল তোলা যাবে না। সেই খবর পাওয়া মাত্রই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ওই আবাসনের আবাসিকরা পুরসভায় সঠিক কাগজপত্র জমা করলে জলের কানেকশন দেওয়া হবে’।

Uluberia Municipality

পুরসভার (Uluberia Municipality) নির্দেশ আসার পর বোরিংয়ের কাজ বন্ধ হলেও এই বিষয়ে ফুলেশ্বর বেলতলা অঞ্চলের সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা মুখ খুলতে চাননি বলে খবর। তবে ভাইস চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন, ওই আবাসনের বাসিন্দারা যদি পুরসভায় সঠিক কাগজপত্র জমা করেন, তাহলে জলের কানেকশন দেওয়া হবে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X