মুসলিম হওয়ার সাজা পাচ্ছে উমর খালিদ, কানহাইয়ার কংগ্রেস যোগের পর বিস্ফোরক অভিযোগ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কানহাইয়া কুমার আর জিগনেশ মেওয়ানি কংগ্রেসে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে উমর খালিদকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছে। তাঁকে সেখান থেকে ছাড়ানোর সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে। আর এরমধ্যেই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অনেকেই বলছেন, যেমন এই যুব নেতাদের কংগ্রেসে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তেমন উমর খালিদকে দেওয়া হয়েছিল না। আবার অনেকেই এটা বলছেন যে, এখন কানহাইয়ারা কংগ্রেসে যুক্ত হয়েছেন, ওরাই উমরের মুক্তির রাস্তা খুঁজবেন।

সাংবাদিক আরফা খানুম শেরওয়ানি একটি ট্যুইট করে লিখেছেন, ২০১৪-র পর ভারতীয় রাজনীতির সমস্ত যুব নেতাদের মধ্যে অন্যতম হলেন কানহাইয়া কুমার। তাঁর কংগ্রেসের যোগদানের দিনে আমরা বিপ্লবী এবং আরও একটি উজ্জ্বল নক্ষত্র উমর খালিদকে ভুলে যেতে পারিনা। সে বর্তমানে জেলে পচছে। তাঁকে কী মুসলিম হওয়ার সাজা দেওয়া হচ্ছে?

আরেকজন লেখেন, উমর খালিদ আর কানহাইয়া কুমার একই সময় থেকে রাজনীতির শুরু করেছিলেন। কানহাইয়াকে টিভি ডিবেট এবং অন্যান্য জায়গায় আমন্ত্রণ জানানো হত। সিপিআই-র টিকিটে সে লোকসভার নির্বাচনেও লড়াই করেছে। এখন সে কংগ্রেসের নেতা। অন্যদিকে, উমর খালিদকে বহিষ্কার করা হয়েছে আর সে এক বছরের বেশি সময় ধরে জেলে কাটাচ্ছে।

উল্লেখ্য, দিল্লি দাঙ্গায় উস্কানিমূলক ভাষণ এবং প্ররোচনা দেওয়া জন্য JNU-র প্রাক্তন ছাত্রনেতা উমরা খালিদকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তাঁকে বর্তমানে তিহার জেলে বন্দি রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগও উঠেছিল। পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে অনেক প্রমাণও আছে বলে জানা গিয়েছে।

https://twitter.com/afzalnagori29/status/1442859739755339781?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1442859739755339781%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fhindi.opindia.com%2Fsocial-media-trends%2Fislamists-recall-umar-khalid-after-kanhaiya-kumar-join-congress%2F

সম্পর্কিত খবর

X