বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দল (Team India) নিউজিল্যান্ডকে ১৬৮ রানের বিরাট ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ দখল করেছে। শুভমান গিলের (Shubman Gill) শতরান ও বাকি ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) কাল ২৩৫ রানের টার্গেট সেট করেছিল ভারত। তারপর ভারতীয় বোলারদের বিশেষ করে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাপটে পাল্টা লড়াই করার কোনও সুযোগই পায়নি কিউয়িরা।
কাল শুভমান গিল যাবতীয় নজর নিজের ওপর নিয়ে নিলেও ভারতীয় পেসারদের প্রশংসা আলাদা করে করতেই হয়। তার মধ্যেও বিশেষ করে যার নাম নিতে হয় তিনি হলেন উমরান মালিক (Umran Malik)। কাল ২.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন জম্বু কাশ্মীরের পেসার। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১ ওভার বোলিং করার পরও দ্বিতীয় ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচে ফের একবার নিজের যোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছেন উমরান।
কাল নিজের প্রথম উইকেট স্বরূপ মিচেল ব্রেসওয়েলকে বোল্ড করেছিলেন তিনি। সেই সময় দেখা যায় যে উইকেটের ওপর অবস্থিত বেলটি উইকেটরক্ষক ও স্লিপের মাথার ওপর দিয়ে উড়ে ৩০ গজ দূরত্ব অতিক্রম করে থামে। তাই এই মারাত্মক বোলিংয়ের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
— MINI BUS 2022 (@minibus2022) February 1, 2023
এই পারফরম্যান্সের পরে আসন্ন ওডিআই বিশ্বকাপে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, “আমার মনে হয় যে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ও টি-টোয়েন্টির চেয়ে বেশি ভালো পারফরম্যান্স করবে। আর ওডিআই বিশ্বকাপের আগে এখনো ভারত প্রচুর ম্যাচ খেলবে। সেখানেও ওর পারফরম্যান্স দেখার পর তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আরও বলেছেন, “ভারতের হাতে অনেক বেশি অপশন রয়েছে। চোট আঘাতের কথা আমাদের মাথায় রাখতে হবে। মাঝে আইপিএল খেলবে প্রত্যেকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর হতে চলেছে ভারতের বিশ্বকাপ স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে। এই সমস্ত কিছুরে ধাক্কা যদিও সামলে উঠতে পারে তাহলে ওর পক্ষে বিশ্বকাপে খেলা অসম্ভব নয়।”