চাপের মুখে IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়ালো ভিভো

দেশের বিভিন্ন প্রান্তে বয়কটের দাবি উঠেছিল। স্যোসাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গিয়েছিল। দিনের পর দিন বিতর্ক যেন আরও বেড়েই চলছিল চীনা সংস্থা ভিভোকে কেন আইপিএলের প্রধান স্পনসর রাখা হবে এই নিয়ে। অবশেষে চাপের মুখে মাথা নিচু করতে বাধ্য হল চীনা সংস্থা ভিভো। আইপিএলের টাইটেল স্পনসর থেকে নিজেদের সরিয়ে নিল ভিভো। অর্থাৎ এই বছর আইপিএলের টাইটেল স্পনসর থাকছে না ভিভো।

গত জুন মাসে লাদাখ সীমান্তে চীনা সেনা কাপুরুষের মত নিরস্ত্র ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালায়। যার জেরে শহীদ হন ভারতের 20 জন জওয়ান। তারপর থেকেই দেশজুড়ে চীনা দ্রব্য বয়কটের তীব্র দাবি উঠেছিল।

67144666a361348d47a1405c0ef1ff03ec52ef5eff9a568f631d684c30ae0f5cfb38d2e0

কিন্তু রবিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয় আইপিএলের টাইটেল স্পনসর থাকছে ভিভোই। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। স্যোসাল মিডিয়ায় অনেকেই দাবি তুলতে শুরু করে আইপিএল বয়কটের। কয়েক দিন আগেই কেন্দ্রীয় সরকার টিকটক সহ 59 টি চাইনিজ অ্যাপ ব্যান করে দেয় কিন্তু তার সত্ত্বেও আইপিএলে কিভাবে চাইনিজ সংস্থা টাইটেল স্পনসর থাকছে এই নিয়ে প্রতিবাদ শুরু হয়। অবশেষে চীনা সংস্থা ভিভো নিজে থেকেই আইপিএল থেকে সরে দাঁড়ালো।


Udayan Biswas

সম্পর্কিত খবর