কনফার্ম খবর! বড় বদল গঙ্গার নিচে মেট্রো সার্ভিসে! লাভ হবে নাকি লস ? নয়া আপডেট দিল কর্তৃপক্ষ

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরেই গঙ্গার নিচে দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এবার কলকাতাবাসীর জন্য বড়সড় সুখবর নিয়ে এলো কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। এবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা মিলবে রবিবারেও।

কলকাতা মেট্রোয় (Kolkata Metro) বড় বদল

কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ইতিমধ্যেই সে কথা একটি বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন জনগণের উদ্দেশ্যে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “আসলেই এটা কলকাতা ও হাওড়াবাসীর জন্য বড় সুখবর।”

আরোও পড়ুন : রোজভ্যালিতে খুলল কপাল! ১৯.৪০ কোটি টাকা ঢুকছে আমানতকারীদের অ্যাকাউন্টে, শুরু প্রক্রিয়া

তিনি বলেন, “হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল ১৫ মার্চ। এই সেকশনে সোম থেকে শনিবার পর্যন্ত মেট্রো চালাতাম। এবার থেকে রবিবারও মেট্রো চলবে। তবে টাইমে একটু বদল আছে। দুপুর ২টো ১৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকেই এটা চালু হয়ে যাচ্ছে।”

আরোও পড়ুন : TRP কমলেও কমেনি জ্যাস-স্বয়ম্ভূর ক্রেজ! ‘কথা’র কাছে হেরেও জগদ্ধাত্রীর সেটে চলল জমিয়ে সেলিব্রেশন

কৌশিক মিত্রের কথায়, “বন্ধু-বান্ধবদের জানিয়ে দিন প্রতি রবিবারই পাওয়া যাবে পরিষেবা।” প্রতি ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো (Kolkata Metro) চলবে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতি সপ্তাহে গঙ্গার নিচে দিয়ে মেট্রো পরিষেবা চালু থাকতো। তবে রবিবার এই মেট্রো পরিষেবা (Metro Service) বন্ধ থাকে।

Kolkata Metro

কিন্তু এবার রবিবারেও গঙ্গার নিচে দিয়ে মেট্রো পরিষেবা চালু থাকছে বলে জানানো হয়েছে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে গঙ্গার নিচে দিয়ে মেট্রো পরিষেবা চালু থাকবে রবিবারেও। এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই মেট্রো (Kolkata Metro) পরিষেবা চালু থাকবে দুপুর ২টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর