বাংলা হান্ট ডেস্কঃ আরএসএস প্রধান মোহন ভাগবতের দুই সন্তান নীতির মন্তব্যের পাল্টা আক্রমণ শাণালেন এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এ দেশের প্রধান সমস্যা জনসংখ্যা নয়, বেকারত্ব।
ওয়াইসি বলেন, তাঁর যেমন দু-এর বেশি সন্তান রয়েছে, তেমনি বিজেপি অনেক নেতাদেরই দু-এর বেশি সন্তান রয়েছে। আরএসএস সবসময় বলেন, মুসলিমরা জনসংখ্যা বাড়াচ্ছে, এ কথা ভুল। জনসংখ্যা দেশের সমস্যা নয়, দেশের আসল সমস্যা হল বেকারত্ব।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত উত্তর প্রদেশের মোরাদাবাদে ৪ দিনের সফরে এসেছিলেন। তখনই দেশে জন্ম নিয়্ন্ত্রণের নতুন নিয়ম রূপায়নের জন্য আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, দেশের উন্নয়নের জন্য দুই সন্তান আইন লাগু হওয়া প্রয়োজন। এবং সেটি সঙ্ঘের আগামী লক্ষ্য বলেও জানিয়েছিলেন।
এরই জবাবে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, দেশের সমস্যা জনসংখ্যা নয়, বেকারত্ব। বেকারত্বের কারণে প্রতিদিন এ দেশে বহু তাজা প্রাণ শেষ হয়ে যাচ্ছে। আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তারা। কাজ হারানোর জন্য ক্ষুদ্র ব্যবসায়ীরাও আত্মহত্যা করছে। গত ৫ বছরের কর্ম সংস্থার কোনও ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার, দাবি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি-র।
তবে জনসংখ্যা সমস্যা নাকি বেকারত্ব আসল সমস্যা দেশের, তাতে ওয়াকিবহাল মহল মনে করে, জনসংখ্যা বৃদ্ধি তো বেকারত্ব সমস্যার অন্যতম কারণ। দেশে কর্মসংস্থান হয়নি কিংবা বেসরকারিকরণের জন্য কর্মহীন হয়ে পড়ছে বহু মানুষ, এ কথা যেমন সত্য, তেমনি ভারতের জনসংখ্যাও বেকারত্ব সমস্যার অন্যতম কারণ হিসাবে মনে করেন অর্থনীতিবিদরা।