বাংলা হান্ট ডেস্ক : দেশের আর্থিক সংকট অব্যাহত তবে আর্থিক সঙ্কটের তুলনায় দেশে কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। তাই তো বেকারত্বের হার বাড়ছে তবে বেকারত্ব কমানোর জন্য দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে আবার আগামী প্রজন্মের কর্ম ক্ষমতা নিয়ে ভবিষ্যদ্বাণী শোনাল ইউনিসেফ। সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এনেছে যেখানে দেশের মধ্যে কাজের অযোগ্য হিসেবে তরুণ প্রজন্ম এগিয়ে রয়েছে বলে দাবি ইউনিসেফের।
যদিও এখানেই শেষ নয় আগামী 2030 সালের মধ্যে এ দেশের কোনও শিক্ষিত তরুণ প্রজন্ম ভাল চাকরি পেতে সক্ষম হবে না এমনটাও ভবিষ্যদ্বাণী প্রকাশ করা হয়েছে। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে দক্ষিণ এশীয় দেশের তরুণ প্রজন্মরা। ইউনিসেফ প্রধান হেনরিয়েটা সেলসম্যান ফর জানিয়েছেন এই মুহূর্তে দেশের যে সমস্ত তরুণ তরুণীরা শ্রমজীবী হয়েছেন তাঁদের 21 শতকে কাজ করার দক্ষতা নেই।
তাই ভবিষ্যতে তরুণ প্রজন্মের প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন যে খুব একটা সুখকর হবে না সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাই সে বিষয়ে একটি সতর্কবার্তাও প্রকাশ করেছেন তিনি আর যেখানে এখন থেকেই যদি তরুণ প্রজন্মের যোগ্যতার বিষয়টি ভালোভাবে নজর দিলে ভবিষ্যতে সমস্যার সমাধান অনেকটাই সম্ভব হবে বলে জানিয়েছেন।
বর্তমানে দেশে বেকারত্বের হার 8.45 শতাংশ। যদিও আর্থিক কারণে অটো আইটি এবং টেলিকমের মতো ক্ষেত্রগুলিতে কর্মচারীর অভাব দেখা দিয়েছে কিন্তু তার থেকে বেশি কাজের যোগ্যতার অভাব। যদিও এই মুহূর্তে টেকনোলজি সংস্থাগুলির কর্মচারী ছাঁটাই হচ্ছে কিন্তু তরুণ প্রজন্মের ভবিষ্যত্ সুরক্ষিত রাখতে এখন থেকেই কাজের যোগ্যতার বিষয়টি বিশেষ ভাবে নজর দেওয়ার কথা বলেছেন হেনরিয়েটা। উল্লেখ্য কয়েক বছর আগে এক অর্থনীতিবিদ বাজারে কাজের অভাবের অভিযোগের বদলে উপযুক্ত কর্মক্ষম মানুষের অভাব রয়েছে বলে জানিয়েছিলেন, এবার ইউনিসেফের তথ্য ঠিক একই পথে হাঁটল।