পিএম মোদির উপস্থিতিতেই ফ্রান্সে চালু হতে পারে UPI! বিশ্বে তৃতীয় দেশ হিসাবে গ্রহণ করবে পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে ভারত ডিজিটাল (Digital India) অর্থনীতির দিক দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। দেশে চালু হয়েছে ইউপিআই (UPI) ব্যবস্থা। পানের দোকান থেকে সবজি ব্যবসায়ীর কাছেও এখন দেখা যায় কিউআর কোড। মুদি দোকানে খুচরোর অভাবে আর টফি নিতে হয় না।

বড়বড় মলের শোরুমেও কমেছে ডেবিট কার্ডের ব্যবহার। বদলে মোবাইলের কয়েক ক্লিকেই সহজে টাকা পাঠাতে বেশি আগ্রহী দেশের একটা বড় অংশ। এই আবহে এই ইউপিআই ব্যবস্থা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চায় ভারত। এই আবহে ভারত ছাড়াও সিঙ্গাপুরে ইতিমধ্যেই চালু হয়েছে ইউপিআই ব্যবস্থা। আর জানা যাচ্ছে, দ্বিতীয় দেশ হিসেবে ফ্রান্সেও ইউপিআই ব্যবস্থা চালু হতে পারে।

উল্লেখ্য, আজই ভোরে ফ্রান্সের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বাস্তিল দিবস উপলক্ষে সেখানে দু’দিনের সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মূলত প্রতিরক্ষামূলক অংশিদারিত্ব নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। জেন ইঞ্জিন তৈরি, রাফাল কেনা, সাবমেরিন তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চুক্তি হতে পারে ভারত ও ফ্রান্সের। তবে এরই পাশাপাশি আবার ডিজিটাল অর্থনীতি নিয়েও আলোচনা হতে পারে মোদী ও ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে। তাছাড়া মহারাষ্ট্রের জয়িতাপুরের ৯৯০০ মেগাওয়াটের নিউক্লিয়ার প্লান্ট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে এই সফরকালে।

modi truedo

এদিকে ফ্রান্স ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচবছর পর ফের দুই দশের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও-র ফোরাম বৈঠকে বসবে। দুই দেশেরই বেশ কিছু বড় মাপের কর্পোরেট প্রধান এই ফোরামে অংশ নিয়ে আলোচনায় বসবেন বিভিন্ন ইস্যুতে। ভারতের তরফে প্রতিনিধি দল রনেতৃত্বে থাকবেন জুবিলেন্ট ভারতীয়া গোষ্ঠীর প্রধান হরি ভারতীয়া।

এদিকে ফ্রান্সের দিকে নেতৃত্ব দেবেন ক্যাপজেমিনির চেয়ারম্যান এসই হারমিলিন। উল্লেখ্য, ভারতে প্রায় ২ লাখ লোককে চাকরি দিয়েছে ক্যামজেমিনি। শীঘ্রই পুনেতে তারা একটি ৬জি ল্যাবও চালু করতে চলেছে। বিগত ৯ বছরে ভারত ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে ১৪ বিলিয়ন ইউরোতে ঠেকেছে।

এই সবের মাঝে এই সফরকালে ফ্রান্সে ইউপিআই লঞ্চ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে চলতি বছরেই সিঙ্গাপুরের ‘পেনাও’-এর সঙ্গে এনপিসিআই-এর (ইউপিআই পরিচালনাকারী সংস্থা) চুক্তি হয়েছিল ইউপিআই নিয়ে। যদি ফ্রান্সে ইউপিআই চালুর বিষয়ে ম্যাক্রোঁ সবুজ সংকেত দেয় তাহলে এনপিসিআই-এর সঙ্গে ফরাসি সংস্থা লায়রার চুক্তি হতে পারে। জানা গিয়েছে, এই দুই সংস্থা বিগত ১ বছর ধরে এই ইস্যুতে আলোচনা করে চলেছে।

Sudipto

সম্পর্কিত খবর