‘আপনাদের তো বিয়ের কি সুন্দর একটা সিস্টেম। বদলাবেন কেন?’ বললেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট। তবে এই ভোট ঘিরে কম কাণ্ড ঘটেনি। গ্রাম বাংলার নির্বাচনের কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচী চলাকালীন উত্তপ্ত হয়ে উঠেছিল জঙ্গলমহল। কুড়মিদের আন্দোলন সাড়া ফেলে দিয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। শান্ত হয়েছে জঙ্গলমহল।

বুধবার ঝাড়গ্রামে (Jharghram) বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কেন কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী? এদিন ঝাড়গ্রামে দাঁড়িয়ে মমতা বলেন, “হঠাৎ করে বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। মানে ওদের নিয়মে বিয়ে করতে হবে। কেন করবেন? আপনাদের তো বিয়ের কি সুন্দর একটা সিস্টেম আছে। আপনাদের জাহের থান আছে, মাজেরথান আছে। তেমনই আবার মুসলিম সম্প্রদায়ের বা হিন্দুদেরও বিয়ের আলাদা পদ্ধতি আছে।”

মমতার সোজা কথা, “ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। যেমন আছে, তেমনই থাকবে। সবাই নিজের স্বাধীনতা মতো পোশাক পরবে, চলাফেরা করবে, পড়াশোনা করবে।” উল্লেখ্য, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কোনও সিদ্ধান্ত হয়নি। তবে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার এই বিষয় উত্থাপন করেছেন।

mamata jhargram

তিনদিনের ঝাড়গ্রাম সফরের প্রথম দিনেই একাধিক ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল সুপ্রিমো। ঝাড়গ্রামে দাঁড়িয়ে দেশ থেকে বিজেপিকে উৎখাত করারও ডাক দেন মমতা। সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন ,’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো, বিজেপি কুইট ইন্ডিয়া।’ তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে।’ লোকসভার আগেই ঝাড়গ্রাম থেকে এদিন রীতিমতো ঝড় তুলে দিলেন মমতা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর