বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে টাকা উপার্জনের পাশাপাশি সঞ্চয় করাও খুবই জরুরী। আর এক্ষেত্রে আমাদের অনেকের কাছেই অত্যন্ত ভরসার একটি আর্থিক প্রতিষ্ঠান হল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (Union Bank Of India)। ১ জুন থেকেই কার্যকর করা হয়েছে এই ব্যাংকের নতুন সুদের হার (New Interest Rate)। জানা যাচ্ছে এই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু কোটি টাকার কম এফডিতে সুদের হার সংশোধন করেছে।
এই ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, সেই নতুন সুদের হারে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষের জন্য ৩.৫ শতাংশ সুদের হার অফার করেছে। এই সুদের হার শুধুধুমাত্র ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিউর হওয়া এফডিতে পাওয়া যাবে। এমনিতে এতদিন পর্যন্ত ৪৬ দিন থেকে ৯০ দিনের FD-তে ৪.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
তবে এখন ৯১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া FD-র উপর ৪.৮০ শতাংশ হারে সুদ আর ১৮১ দিন থেকে ১ বছরের কম সময়ের FD-তে ৬.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। তবে অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাংকেও সিনিয়র সিটিজেনদের জন্য FD-তে সুদের হার সাধারণ নাগরিকদের থেকে বেশি হয়। এক্ষেত্রেও তাই প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০% হারে সুদ পাবেন। এই ব্যাংকের সিনিয়র সিটিজেনর ৩৯৯ দিনের জন্য সর্বোচ্চ ৭.৭৫% হারে সুদ পেয়ে থাকেন।
এছাড়া যারা সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এফডিতে ০.৭৫ শতাংশ বেশি সুদ দিচ্ছে ইউবিআই ব্যাঙ্ক। এক্ষেত্রে ৩৯৯ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার ৮ শতাংশ। ইউনিয়ন ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১৪ দিনের জন্য সাধারণ এফডিতে সুদের হার ৩.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৪% হারে সুদ দেওয়া হয়ে থাকে।এছাড়া ১৫ দিন থেকে ৩০ দিনের জন্য সাধারণ নাগরিকদের এফডিতে ৩.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৪% হারে সুদ দেওয়া হয়।
আরও পড়ুন: Jio, VI অতীত! এবার এক রিচার্জেই গ্রাহকদের বিরাট অফার দিচ্ছে এয়ারটেলের এই সস্তার প্ল্যান
এছাড়া ৩১ দিন থেকে ৪৫ দিনের জন্য সাধারণ নাগরিকদের ৩.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৪% হারে সুদ দেওয়া হয়। অন্যদিকে ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য সাধারণ নাগরিকদের এফডিতে জন্য ৪.৫০% এবং সিনিয়র সিটিজেনদের ৫% হারে সুদ দেওয়া হয়।এছাড়া ৯১ দিন থেকে ১২০ দিনের জন্য সাধারণ নাগরিকদের জন্য এফডিতে জন্য সুদের হার ৪.৮০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৫.৩০% হারে সুদ দেওয়া হয়।
একইভাবে ১২১ দিন থেকে ১৮০ দিনের জন্য সাধারণ নাগরিকদের জন্য এফডিতে জন্য সুদের হার ৪.৯০% বয়স্কদের জন্য সুদের হার ৫.৪০%। এছাড়া ৩ বছর থেকে ৫ বছরের জন্য সাধারণ নাগরিকদের এফডিতে জন্য সুদের হার ৬.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭% হারে সুদ দেওয়া হয়। আর ৫ বছর থেকে ১০ বছরের জন্য সাধারণ নাগরিকদের এফডিতে সুদের হার ৬.৫০% এবং সিনিয়র সিটিজেনদের ৭% হারে সুদ দেওয়া হয়।