বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান যে, কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) নাম বদলে শ্যামা প্রসাদ মুখার্জী ট্রাস্ট (Syama Prasad Mukherjee trust) রাখার সিদ্ধান্তকে কেন্দ্রীয় ক্যাবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ জানুয়াই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে কলকাতা পোর্ট ট্রাস্টের নাম রাখার কথা ঘোষণা করেছিলেন। উনি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বার্ষিকীতে এই ঘোষণা করেছিলেন।
Union Cabinet has approved renaming of Kolkata Port Trust as Syama Prasad Mookerjee Trust: Union Minister Prakash Javadekar pic.twitter.com/V5TFP4lqgr
— ANI (@ANI) June 3, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেছিলেন যে, শ্যামাপ্রসাদ মুখার্জী বাংলার শিল্পায়নের অগ্রদুতের মধ্যে একজন। আর এই কারণে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে রাখা একটি জরুরী পদক্ষেপ। প্রধানমন্ত্রী মোদী নিজের ভাষণে বলেছিলেন যে, ‘এখন থেকে এই বন্দর ভারতকেশরী শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে পরিচিতি পাবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জী আর বাবা সাহেব আম্বেদকর দ্বারা সরকার থেকে ইস্তফা দেওয়ার পর তাদের পরামর্শকে আর লাগু করা হয় নি। এটা খুব দুর্ভাগ্যজনক।
আপনাদের জানিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের যেমন প্রশংসা হয়েছিল, তেমন আবার বিরধিতাও হয়েছিল। রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম এর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিল। যদিও সেই প্রতিবাদ তেমন সাড়া পায়নি।