বাংলা হান্ট ডেস্ক: গত ২৭ অগাস্ট থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এমতাবস্থায়, ভারত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। ঠিক এই আবহেই ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goyal) প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি জানান, “আমরা আমেরিকান শুল্কের কাছে মাথা নত করব না। নতুন বাজার আমরা খুঁজে বের করব এবং সরকার রফতানি বৃদ্ধির জন্য ব্যবস্থা নেবে।”
কী জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী (Piyush Goyal):
পীযূষ গোয়েল (Piyush Goyal) বলেন যে, ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রস্তুত। কিন্তু, আমেরিকান চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। পাশাপাশি, চলতি বছরে ভারতের রফতানি ২০২৪-২৫ সালের পরিসংখ্যান অতিক্রম করবে বলেও জানান তিনি।
মার্কিন শুল্ক সম্পর্কে পীযূষ গোয়েল কী জানিয়েছেন: মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর তাঁর প্রথম প্রতিক্রিয়ায় পীযূষ গোয়েল (Piyush Goyal) জানান যে, কেন্দ্রীয় সরকার আগামী দিনে প্রতিটি ক্ষেত্রকে সমর্থন করার জন্য এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ঘোষণা করবে। ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের কাছে “ঝুঁকবে না”। পরিবর্তে নতুন বাজার দখলের দিকে মনোনিবেশ করবে।
তিনি (Piyush Goyal) বলেন, ভারত সর্বদা একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রস্তুত হলেও ভারত “কোনও মাথা নত করবে না বা দুর্বল হবে না। আমরা একসঙ্গে এগিয়ে যাব এবং নতুন বাজার দখল করব।” পীযূষ গোয়েল বলেন, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এই বছর ভারতের রফতানি ২০২৪-২৫ সালের পরিসংখ্যান ছাড়িয়ে যাবে।”
আরও পড়ুন: রাহুল দ্রাবিড়ের ইস্তফার পর রাজস্থান রয়্যালসের পরবর্তী কোচ কে হবেন? তালিকায় রয়েছে এই ৫ নাম
রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য ভারতের উপর শুল্ক আরোপ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের রাশিয়ান তেলের বিপুল পরিমাণ ক্রয়ের কারণে ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন। এই শুল্ক চলতি সপ্তাহে কার্যকর হয়েছে। মূলত, রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্যই মার্কিন রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: LPG-র দাম থেকে শুরু ATM থেকে টাকা তোলার নিয়ম! ১ সেপ্টেম্বর থেকে এই ৫ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন
ভারত-মার্কিন সম্পর্কে উত্তেজনা: এদিকে, ট্রাম্পের এই শুল্ক আক্রমণ মার্কিন-ভারত সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করেছে। ভারত এই শুল্ককে ভুল বলে অভিহিত করেছে। ট্রাম্প আমেরিকার প্রভাব বাড়াতে চান। এই কারণেই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত সফল হয়নি। প্রধানমন্ত্রী মোদী প্রকাশ্যে বলেছেন যে, তিনি এই চাপের কাছে মাথা নত করবেন না। এর পাশাপাশি তিনি “স্বদেশী” পণ্যের প্রচারও শুরু করেছেন।