বাংলা হান্ট ডেস্কঃ গতকালই করোনাকে হারিয়েছেন অমিত শাহ (Amit Shah)। আর আজ স্বাধীনতা দিবসের (Independence Day) শুভ অবসরে নিজের আবাসে জাতীয় পতাকা উত্তোলন করে ৭৪ তম স্বাধীনতা দিসব পালন করলেন তিনি। সংবাদসংস্থা ANI ওনার জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও (Video) ট্যুইটারে শেয়ার করেছেন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার পর এই প্রথম প্রকাশ্যে এলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
#WATCH Delhi: Union Home Minister Amit Shah hoists the National Flag at his residence, today on #IndependenceDay. pic.twitter.com/7C3yJdjlXt
— ANI (@ANI) August 15, 2020
গতকাল করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার পর উনি ট্যুইটে লেখেন, ‘আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ইশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আর যারা এই সময়ে আমার দ্রুত সুস্থতার জন্য কামনা করেছেন, তাঁদেরও শুভকামনা জানাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার আর আমার পরিবারের জন্য কামনা করেছেন। আপাতত আমি ডাক্তারের পরামর্শে কয়েকদিন আইসোলেশনে থাকছি।”
आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।
मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।— Amit Shah (@AmitShah) August 14, 2020
জানিয়ে দিই, ২ রা আগস্ট অমিত শাহ ট্যুইট করে লিখেছিলেন, ‘ করোনার প্রাথমিক লক্ষণ দেখার পর আমি টেস্ট করাই, সেখানে আমার রিপোর্ট পজেটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে, কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি সবাইকে অনুরোধ করছি যে, যারা বিগত কিছুদিন ধরে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেট করে নিন, নিজেদের পরীক্ষাও করিয়ে নিন।”
যদিও এরপর অমিত শাহয়ের করোনা রিপোর্ট নিয়ে গুজব রটে। বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি ট্যুইট করে বলেছিলেন যে, অমিত শাহ এর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও পরে তিনি ট্যুইট ডিলিট করে ক্ষমা চেয়ে নেন।