বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের জবাব অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে দিয়েছে ভারত। সম্প্রতি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা (Indian Army)। সেই বিষয়টিকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে দাবি করে পাল্টা আক্রমণ করে ওই পড়শি দেশ। এই নিয়ে চরমে ওঠে ভারত-পাক সংঘাত। এবার এই নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ফের একবার তিনি স্পষ্ট করে দেন, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিই ভারতের ‘টার্গেট’ ছিল আর সেগুলিকেই নিশানা করা হয়।
বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়ে কী কী বললেন শাহ (Amit Shah)?
শুক্রবার দিল্লিতে সীমান্তরক্ষা বাহিনীর একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে যোগ দিয়ে বিএসএফের ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সম্পূর্ণ দেশ সেনা ও বিএসএফের সাহসিকতার ওপর আস্থা রাখে। সংঘর্ষ যখন শুরু হয়, তখন প্রত্যেক মুহূর্তে দেশের সীমানাকে সুরক্ষিত রেখেছে সীমান্তরক্ষা বাহিনী। গুলির জবাব গোলায় দিয়েছে’।
শাহ এদিন বলেন, পাক সেনা অথবা সেদেশের বায়ুসেনা ঘাঁটিগুলির ওপর কোনও আঘাত করতে চায়নি ভারতীয় সেনা। শুধুমাত্র সেখানকার জঙ্গি ঘাঁটিগুলিই ‘টার্গেট’ ছিল আর সেগুলিকেই নিশানা করা হয়েছে। ‘৮ তারিখ পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলো শেষ করা হয়েছে’, বলেন তিনি।
আরও পড়ুনঃ একধাক্কায় ২০০০ টাকা পেনশন বৃদ্ধি! হঠাৎ বড় সুখবর দিল রাজ্য সরকার
এরপর সরাসরি পড়শি দেশকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছিলাম। তবে ওরা পরিষ্কার করেছে, যে সন্ত্রাসবাদীরা ওখানে ছিল, তারা পাক সরকারের দ্বারা মদতপুষ্ট। সেই কারণেই তো জঙ্গিদের ওপর হামলা চালানো ভারতের প্রত্যাঘাতকে ওরা পাকিস্তানে হামলা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলে আমাদের ওপর আক্রমণের দুঃসাহস করেছে। পাকিস্তানি সেনা যখন আমাদের ওপর হামলার চেষ্টা চালায়, তখন আমরাও পাল্টা প্রত্যাঘাত চালাই। তবে এই প্রত্যাঘাতের আঁচড় কিছুতেই পাক নাগরিকদের ওপর পড়েনি’।
এদিন পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়েও মুখ খোলেন শাহ। তিনি বলেন, ‘সন্ত্রাস মানেই পাক মদত, বিশ্ববাসী এটা বুঝে গিয়েছে। আর অপারেশন সিঁদুর হল সন্ত্রাসকে শেষ করতে নেওয়া বাকি উদ্যোগগুলির থেকে সবচেয়ে সঠিক ও অভেদ্য’।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও কাণ্ডের ‘জবাব’ দিয়েছে ভারত। গতকাল রাজস্থানের বিকানেরে একটি সভায় যোগ দিয়ে এই নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ দমন করতে অপারেশন সিঁদুর তিনটি সূত্র তৈরি করে দিয়েছে। ভারতে যদি হামলা হয়, তার কড়া উত্তর দেওয়া হবে। সময় আর শর্ত আমাদের সেনা ঠিক করবে’। আজ বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়ে এই নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ (Amit Shah)। একইসঙ্গে পাকিস্তানকে নিয়েও কথা বলেন তিনি। দাবি করেন, এই পড়শি দেশ প্রমাণ করে দিয়েছে সেখানে সন্ত্রাসবাদীরা ছিল ও তারা পাক সরকারের দ্বারা মদতপুষ্ট।