ক্ষমতা থাকলে ইসলাম আর পয়গম্বরকে নিয়ে ছবি বানান! শাহরুখকে চ্যালেঞ্জ কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক: হিন্দু ধর্মকে অপমান করার জন্য বারবার অভিযোগের আঙুল উঠেছে বলিউডের বিরুদ্ধে। প্রথম সারির অভিনেতাদের বিরুদ্ধে হিন্দু ধর্মকে অবমাননার, হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগ এনেছেন অনেকেই। দিন দিন অভিযোগের মাত্রাটা বেড়েছে। সাম্প্রতিক সময়ে শাহরুখ খানের (Shahrukh Khan) ‘পাঠান’ (Pathan) এর বিরুদ্ধে উঠেছে একই অভিযোগ। তবে শুধু হিন্দু নয়, মুসলিম ধর্মকেও অসম্মানের জন্য কিং খানের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে।

এবার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন শাহরুখকে। সাহস থাকলে ইসলাম ধর্ম নিয়ে ছবি বানান, মহম্মদকে নিয়ে ছবি তৈরি করুন। তবেই তাঁকে ধর্মনিরপেক্ষ বলে মেনে নেবেন তিনি, স্পষ্ট কথা কেন্দ্রীয় মন্ত্রীর।

pathan name
‘পাঠান’ ছবির বিরুদ্ধে সরব হয়ে গিরিরাজ সিং বলেন, বলিউডের একাধিক অভিনেতা এবং পরিচালক হিন্দুদের অসম্মান করে ছবি তৈরি করেছেন। তিনি এও বলেন, এটা নতুন ভারত। এখানে সমস্ত সংষ্কৃতিকে সম্মান করা হয়। অন্যদিকে বিজেপি সাংসদ তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাধ্বী প্রজ্ঞা এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফেও অভিযোগ উঠেছে। পাঠান ছবিটি থেকে বিতর্কিত দৃশ্য এবং ‘বেশরম রঙ’ গানটি বাদ দেওয়ার দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু সাধ্বী প্রজ্ঞার মতে, ছবিটিই নিষিদ্ধ করে দেওয়া উচিত।

মধ্যপ্রদেশের গো সম্বর্ধন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট স্বামী অখিলেশ্বরানন্দ গিরি মহারাজ শাহরুখকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। স্বামী জি বলেন, ‘শাহরুখ খানের যদি শত্রু রাষ্ট্রের প্রতি সহানুভূতি থাকে, তাহলে ওঁর উচিত এই মুহূর্তে ভারত ছেড়ে পাকিস্তানে গিয়ে বসবাস করা।’

তিনি আঙুল তুলেছেন সেন্সর বোর্ডের দিকেও। তাঁর কথায়, সেন্সর বোর্ড যখনি কোনো ছবিকে ছাড়পত্র দেয় তখন এটা নিশ্চিত করে যে ছবিটি কারোর ব্যক্তিগত বা সমষ্টিগত অনুভূতিতে আঘাত না হানে। কিন্তু পাঠান ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। তাই ছবিটি মধ্যপ্রদেশে মুক্তি পেতে দেওয়া উচিত নয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর