বাংলাহান্ট ডেস্কঃ ভারত এখন তার প্রতিভাগুলিকে কোনোভাবেই ফেলে রাখতে রাজি নয়। বিশ্বের সবথেকে তেজ দৌড়বিদ হুইসেন বোল্টকে এবার টক্কর দিতে আসছেন শ্রীনিবাস গৌড় (srinivas gowda)। বেঙ্গালুরু সাইের তরফ থেকে ডাকও পাঠানো হয়েছ তাঁকে। সাই-তে পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে তাঁর জন্য। বেঙ্গালুরু সাই কেন্দ্রের ডিজি জানান, সাইতে যাওয়ার ট্রেনের টিকিট ইতিমধ্যেই শ্রীনিবাসের কাছে পৌঁছে গেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায়। কর্দমাক্ত চাষের জমিতে মোষ নিয়ে দৌড়ে যাচ্ছে এক যুবক। যার দৌড়ের গতিবেগ দেখে সকলেই হতবাক।উসেইন বোল্টের থেকেও সে দ্রুতগামি বলে জানা যায় সোস্যাল মিডিয়ার দাবি থেকে।
কাম্বালা উৎসবে মোষের সঙ্গে মাত্র ১৩.৬২ সেকেন্ডে টানা ১৪২.৫ মিটার দৌড়ায় কর্নাটকের দক্ষিণে কন্নড় জেলার মুদাবিদরি গ্রামের বাসিন্দা শ্রীনিবাস গৌড়া। খালি পায়ে জলকাদা ভরা জমিতে যুবকের এই আশ্চর্যকর গতি দেখে অবাক হন সকলেই। প্রথম একশো মিটার অতিক্রম করতে ২৮ বছরের শ্রীনিবাসের লেগেছিল মাত্র ৯.৫৫ সেকেন্ড।
বোল্ট ২০০৯ সালে জার্মানির বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ড ১০০ মিটারের স্প্রিন্ট শেষ করেছিলেন। তবে এখানে বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন তিনি এমনটাই শোনা যাচ্ছে।
শ্রীনিবাসের এই গতি দেখে তাঁকে নিয়ে চর্চা শুরু হয় যায়। কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এক টুইটে বলেন, সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়ালে ডাকা উচিত শ্রীনিবাস গৌড়াকে।
I'll call Karnataka's Srinivasa Gowda for trials by top SAI Coaches. There's lack of knowledge in masses about the standards of Olympics especially in athletics where ultimate human strength & endurance are surpassed. I'll ensure that no talents in India is left out untested. https://t.co/ohCLQ1YNK0
— Kiren Rijiju (@KirenRijiju) February 15, 2020
তাঁর দক্ষতা সকলের সামনে আসা প্রয়োজন।“ আনন্দ মাহিন্দ্রাও শ্রীনিবাসের শারীরিক দক্ষতা প্রশংসা করে টুইট করে লেখেন, “এই যুবকের শরীর স্বাস্থ্য দেখেই বোঝা যায় অ্যাথলেটিক্সের জন্য সে একেবারেই প্রস্তুত।” কিরেন রিজিজু ১০০ মিটার স্প্রিন্টের জন্য ট্রেনিং দেওয়ায় জন্য পরামর্শ দেন । যাতে শ্রীনিবাস কাম্বালাও অলিম্পিক ইভেন্টে সোনা জিতে আনতে পারেন।
কিরেন রিজিজুর টুইটের পরেই শনিবার সাই থেকে ডাক আসে শ্রীনিবাসের। তাঁর ট্রেনের টিকিট এবং সাই-তে থাকবার সব ব্যবস্থাই পাকা করা হয়েছে। সোমবার সাই পৌঁছানর পর শ্রীনিবাসের আসল পরীক্ষা শুরু হবে।