বাংলাহান্ট ডেস্কঃ ২৯ এপ্রিল নির্বাচন শেষ হয়ছে। গণনা হল ২ মে। একুশের নির্বাচনে এবার গতবাররের মতই একচ্ছত্র ভাবে ক্ষমতা ধরে রাখল তৃণমূল কংগ্রেস। তবে গণনা মিটতেই রাজ্যের চারিদিক থেকে হিংসার খবর প্রকাশ্যে আসছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার একটি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে, ‘বেনজির ভোট পরবর্তী হিংসা হচ্ছে পশ্চিমবঙ্গে।” এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রিয় পশ্চিমবঙ্গবাসী … pic.twitter.com/xssABbupgU
— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 2, 2021
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি টুইট করে জানানো হয় যে, বাংলায় ভোট এবং ফল প্রকাশের পর বিরোধী দলের নেতা-কর্মীদের উপর যেই হিংসার ঘটনা হয়েছে, তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
Ministry of Home Affairs has asked West Bengal Government for a report on the post-election violence targeting opposition political workers in the state: MHA spokesperson
— ANI (@ANI) May 3, 2021
তবে শুধু স্বরাষ্ট্র মন্ত্রকই না, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। রাজ্যপাল লিখেছেন, রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন তিনি। এমনকি তিনি এই পরস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকেও ডেকে পাঠিয়েছেন।
https://twitter.com/jdhankhar1/status/1389191975002251264